Tuesday, December 23, 2025

ধামরাইয়েবোনের বেগুন গাছ উপড়ে জমি দখলে নিল দুই ভাই

SHARE

 


জাহিদুল ইসলাম জিতু ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বোনের বেগুন গাছ উপড়ে জমি দখলের অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। গভীর রাতে উপজেলার রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খরারচর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রেখা বেগম জানান, তাদের মা আমেনা খাতুন জীবিত অবস্থায় চার মেয়েকে মোট ৫৬ শতাংশ জমি লিখে দেন। সেই সূত্রে তিনি চার-পাঁচ বছর ধরে জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি ১৬ শতাংশ জমিতে বেগুন চাষ করেন, যা দুই সপ্তাহের মধ্যে বাজারে তোলার উপযুক্ত ছিল। রেখা বেগমের অভিযোগ, গতরাতে আমার ভাই নুরু মিয়া ও আতা মিয়া শত্রুতা করে সব বেগুন গাছ উপড়ে ফেলে এবং সকালে হাল চষে জমি দখলে নেয়। আমরা বাধা দিলে তারা লাঠিসোটা নিয়ে হামলা করে। বর্তমানে আমরা জমিতে যেতে পারছি না। এতে প্রায় এক লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। এ ঘটনায় দুই ভাইকে আসামি করে ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ছোট বোন রেখা বেগম। পাশের জমির মালিক সিদ্দিক মিয়া বলেন, “জমিটিতে বড় বড় বেগুন গাছ ছিল। রাতে শাহাজ উদ্দিনের ছেলেরা গাছগুলো তুলে ফেলে, সকালে হাল চষে জমি দখল করে নেয়। রোয়াইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইবরাহীম মোল্লা বলেন, “আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি- জমিতে বেগুন গাছ ছিল। নুরু আর আতা কাজটা ঠিক করেনি। তাদের মা মেয়েদের জমি লিখে দিয়েছে, তাই বোনদের জমি দখল করা অন্যায়। আমি তাদের মীমাংসার পরামর্শ দিয়েছি। ধামরাই থানার এসআই রেজাউল হক বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

SHARE

Author: verified_user