আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
শীতের গভীর রাতে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।গত১৭ই ডিসেম্বর বুধবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকায় অবস্থানরত অসহায় মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তারা।
শীতবস্ত্র বিতরণেকালে এতে অংশ নিয়েছেন (জাবি)শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সরজমিন তথ্যসূত্র থেকে জানা যায়,ঢাকার অদূরে সাভার উপজেলাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)ক্যাম্পাসে রাজধানীর চাইতে অনেকটা বেশি শীত অনুভূত হওয়ার বিষয়টি লক্ষ করেন।
পরবর্তীতে ক্যাম্পাস ও আশপাশে অনেক অসহায় মানুষ আছেন, যাদের শীতবস্ত্র কিনার সামর্থটুকু নেই,যারা এই সময়ে গরম কাপড় না থাকায় কষ্ট অনুভূত হয়।
এসময় তাদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুটপাত,বাসস্ট্যান্ড ও খোলামেলা জায়গায় বসবাসরত ছিন্নমূল মানুষের হাতে কম্বল ও শীতের পোশাক তুলে দেন জাবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
এছাড়াও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে এক সাক্ষাৎকারে(জাবি)’র ছাত্রদল নেতা শফিকুল ইসলাম শফিক বলেন,মানবতারসেবা আমাদের রাজনীতির মূল শিক্ষা।
তাছাড়া প্রত্যেকটি ছিন্নমূল অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।শীতার্ত মানুষের মুখে সামান্য হাসি ফোঁটাতে পারলেই,আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে জানান তিনি।
এদিকে ছাত্রদল নেতা মোঃ হোসাইন আল রাশেদ বাদল বলেন,শীত মৌসুমে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিকদায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রধান করেন।
এসময় শীতবস্ত্র বিতরণকালেউপস্থিত ছিলেন,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়(জাবি)শাখার ছাত্র দলের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক মুহিবুল্লাহ মুহিব মুস্তাইন বিল্লাহ ও সদস্য রফিকুল ইসলাম,হাবিবুর রহমান ,শামসুজ্জামান সায়েম,মির্জা সোহাগ,জাহিদ হাসান সাজ্জাদুল ইসলাম,অনন্যা ফারিয়া,নাইম,পারভেজ, তানিম,রাজু আহমেদ,বিপ্লবসহ প্রমুখ ও গণমাধ্যমসহ আরো অনেকেই