Tuesday, December 23, 2025

আশুলিয়া বিপুল পরিমাণ মদ ও তৈরির সরঞ্জামসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মদ ও তৈরির সরঞ্জামসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম। এর আগে, রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন এসআই মোঃ শাহাদাৎ হোসেন ও তাঁর সঙ্গীয় ফোর্স। এসময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ৫২০ লিটার প্রস্তুতকৃত চোলাই মদ এবং আরো ৫২০ লিটার জাওয়া মদ উদ্ধার করা হয়। এছাড়া মদ উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম ২টি গ্যাসের চুলা, ৫টি সিলভারের বড় পাতিল ও ৫০টি পলিথিন ব্যাগ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, রাঙামাটি জেলার জোড়াছড়ি থানার ধামাইপাড়া এলাকার রুপেন চাকমার ছেলে করুণ বিকাশ চাকমা (২০), চাঁদপুর জেলার মতলব থানার বদুরপুর এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২) ও ঢাকার জেলার আশুলিয়া থানার উত্তর গাজিরচট এলাকার মৃত হাজী তোফাজ্জল হোসেনের ছেলে বাদল ভূঁইয়া (৬১)। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তারা উত্তর গাজিরচট এলাকায় গোপনে কারখানা স্থাপন করে অবৈধভাবে মদ উৎপাদন ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।



SHARE

Author: verified_user