জাহিদুল ইসলাম জিতু ধামরাই প্রতিনিধি
ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামে বিলটুর দোকান থেকে কেনা মোজো পানীয় পান করে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। পরে বোতলের গায়ে দেখা যায়, এই পানীয়র মেয়াদ প্রায় এক বছর আগেই শেষ হয়েছে। স্থানীয়রা বিষয়টি দোকান দার কে জানাতে গেলে, তার স্ত্রী উল্টো গালাগালি করে অভিযোগকারীদের প্রতি প্রতিক্রিয়া দেখান। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা এবং অসুস্থ মানুষের প্রতি অশালীন আচরণ গ্রহণযোগ্য নয়। এই ধরনের ঘটনা ভবিষ্যতে প্রতিরোধে গ্রামে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত ভ্রাম্যমাণ পুলিশ/ভোক্তা অধিকার অভিযান চালানোর প্রয়োজন রয়েছে।