আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার সাভারে গুলি করে মানুষ হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামী মোঃ ফারুক হোসেন (৫০) ওরফে মাইছা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীনর ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আমিনবাজার ক্যাম্পের ইনচার্য মোঃ জাকির হোসেন।
গ্রেপ্তারকৃত ফারুক হোসেন ঢাকা জেলার আশুলিয়া থানার ঘুঘুদিয়া গ্রামের আকত আলীর ছেলে এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য।
সে মাছ ব্যবসার আড়ালে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে মাদক সিন্ডিকেড পরিচালনার মাধ্যমে শত কোটির টাকার মালিক বনে গিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভার নিউমার্কেটের সামনে কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্র আব্দুল কাইয়ুমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৩১ নম্বর আসামী ফারুক হোসেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর থকে আত্মগোপনে চলে যায়।
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই মোঃ জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাভার নিউমার্কেটের সামনে কুমিল্লা ইউনিভার্সিটি ছাত্র কাইয়ুম হত্যা মামলার ৩১ নাম্বার আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র জনতার হত্যার ঘটনায় আরও দুটি মামলা রয়েছে।
এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বুধবার দুুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।