Sunday, July 6, 2025

সাভারে গলায় রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ

সাভারে গলায় রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মডেল মসজিদের কাছে এক অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (আজ) সকালে স্থানীয়রা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

উদ্ধারকৃত লাশের গলায় রশি পেঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ, যা দেখে ধারণা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশের একটি তদন্ত দল।

Thursday, July 3, 2025

সাভারের এনাম মেডিকেলে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতির ঘোষণা করে

সাভারের এনাম মেডিকেলে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতির ঘোষণা করে

 



আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে বেতন কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আগামীকাল বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে এনাম মেডিকেল হাসপাতাল কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়ন। বুধবার (২ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সনি।

তিনি বলেন, ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ আজ বুধবার পর্যন্ত সময় চেয়েছিল, কিন্তু নতুন বেতন কাঠামো বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। সকাল সাড়ে ১১টায় এক ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে তারা সংবাদ সম্মেলন করেন। এসময় তারা আগামীকাল থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে এনাম মেডিকেল হাসপাতাল কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়নের উপদেষ্টা ডাঃ এএসএম রেজাউল করিম রাজিব, মামুনুর রশীদ স্বপন, আমিনুল হক, সভাপতি আজাদ-ই-হাসান আলাল, সহ-সভাপতি মাসুম খান ও আব্দুল হাকিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Tuesday, July 1, 2025

সাভারের পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা করে

সাভারের পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা করে

 



আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রায় আড়াই হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে সাভার নামাবাজারে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সাভার নামাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে প্রায় আড়াই হাজার কেজি পলিথিন।

পরবর্তীতে এসব প্রতিষ্ঠানগুলো একই অপরাধ করলে আবারও অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। এসময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়সহ সাভার মডেল থানা পুলিশ ও র্যাব-৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

সাভারে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান

সাভারে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম মাদককে উৎখাত করতে হবে। শিক্ষার পরিবেশ তৈরি করতে আমরা রাজনীতিবিদরা সবসময় পাশে রয়েছি বলে জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ও সাভার পৌর জনপ্রিয় মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।

সোমবার (৩০ জুন) বিকেলে সাভার থানা মামুন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন সাভার শাখার আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন।

সাভার পৌর সভার মাটি ও মানুষের নেতা  মোঃ খোরশেদ আলম সাবেক যুগ্ম-সম্পাদক ঢাকা জেলা এসময় মোঃ খোরশেদ আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি চাই এখনকার শিক্ষার্থীরা জ্ঞান- বিজ্ঞানে, শুধু সাভারের মুখকে বাংলাদেশে নয়, সারা বিশ্বে সাভারকে উজ্জ্বল করবে। সাভারে শিক্ষার পরিবেশ আরো সুন্দর করতে হবে।



সেকারণে মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। মাদকের কারণে শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে। তাই মাদকমুক্ত সাভার গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সুন্দর একটি সাভার উপহার দিতে হবে। যেই সাভারে শিক্ষার্থীদের সুন্দর বিকাশ ঘটবে বলে জানান তিনি। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু   প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্অ্ন র চেয়ারম্যান ড.এল.এম কামরুজ্জামান। অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন সাভার শাখার সভাপতি মোঃ আঃ মান্নান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন এর মহাসচিব জয়নুল আবেদীন জয়,শিক্ষাসচিব মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনায়। মোঃ ফরহাদ হোসেন প্রধান শিক্ষক গেরুয়া মডেল স্কুল এন্ড কলেজ। সঞ্চালনায় মোঃ একরামুল হক সাধারণ সম্পাদক বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সাভার উপজেলা শাখা এছাড়াও অনুষ্ঠানে সাভার পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলীসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন, পরে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Monday, June 30, 2025

এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের হস্তক্ষেপ নেই: অর্থ উপদেষ্টা

এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের হস্তক্ষেপ নেই: অর্থ উপদেষ্টা

 



এনবিআরের আন্দোলনরত কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত সম্পর্কে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দুদকের কার্যক্রমে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই।

আজ সচিবালয়ে ৭২টি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন বাজেট ব্যবস্থা ঘোষণা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। অর্থসচিব মো.খায়েরুজ্জামান মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

সাংবাদিকেরা প্রশ্ন করেন, অতীতেও দেখা গেছে, সরকার দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এনবিআরের আন্দোলনের মধ্যে ছয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কি আগের সরকারের ধারাবাহিকতায় করা হয়েছে? এই প্রসঙ্গে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় না; বরং আগে যাঁরা গভর্নর ছিলেন, তাঁরা অনেক সময় সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এখন সেই ধারা বদলেছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘কেউ চাইলে ভাবতে পারেন, এই সময়ে অনুসন্ধান শুরু হলো কেন। তবে এনবিআর ও বন্দর বন্ধ–সংক্রান্ত সমস্যার কারণে প্রতিদিন আমার কাছে ব্যবসায়ীরা অভিযোগ নিয়ে এসেছেন—হিসাব বন্ধ, বড় ক্ষতি হয়েছে ইত্যাদি। এটা কিন্তু একদম গ্রহণযোগ্য নয়।’

জাতীয় স্বার্থ–সংক্রান্ত সেবা বন্ধ করা চলে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘এনবিআর হোক বা বন্দর, এসব তো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা সরকারি প্রতিষ্ঠান, যেখান থেকে রাজস্ব আসে। আপনি যদি একতরফাভাবে একটি সেবা বন্ধ করে দেন, সেটা জনগণের স্বার্থের পরিপন্থী।

তবে এনবিআরের সমস্যার সমাধান হওয়ায় সরকার খুশি। এখন যৌক্তিকভাবে সমাধানের পথ বেরোচ্ছে বলে মন্তব্য করেন সালেহউদ্দিন আহমেদ।

আন্দোলনে যুক্ত কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘ভালো করে কাজ করুন। পক্ষপাত বা ভয় ছাড়া কাজ করতে হবে। জনসেবা যেন স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে হয়, সেটা হলে কারও অসুবিধা হওয়ার কথা নয়। কেউ বিচ্যুতি ঘটালে জবাবদিহি করতে হবে, এটাই স্বাভাবিক।’

ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুদক। তাঁরা হলেন আয়কর নীতি বিভাগের সদস্য এ কে এম বদিউল আলম; নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হাছান মুহম্মদ তারেক রিকাবদার; অতিরিক্ত কমিশনার মির্জা আশিক রানা; অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা; অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু ও যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান।

এনবিআর সূত্র প্রথম আলোকে বলছে, অনুসন্ধানের মুখে পড়া অন্তত পাঁচ কর্মকর্তা এনবিআরের আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত। হাছান মুহম্মদ তারেক রিকাবদার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। এই ঐক্য পরিষদের ব্যানারে এত দিন এনবিআরে আন্দোলন হয়েছে।


সাভার পৌরসভা ২ নং ওয়ার্ড বন্ধুর হাতে বন্ধু খুন

সাভার পৌরসভা ২ নং ওয়ার্ড বন্ধুর হাতে বন্ধু খুন

 

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভার পৌরসভা এলাকার কামাল গার্মেন্টস রোডে রুহুল আমিন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই এক বন্ধুর বিরুদ্ধে।

শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুহুল আমিন সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার টুকুর মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুর ২টার দিকে আড়াপাড়ার বাসা থেকে ডেকে কামাল গার্মেন্টস রোডের কাঠপট্টিতে নিয়ে রুহুল আমিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে একই এলাকার গেদা বাবুর্চির ছেলে শামীম হোসেন।

এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঘাতক বন্ধু শামীম পালিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে এনাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাসিম বিল্লাহ জানান, হত্যাকান্ডের কারণ এখনও জানা যায়নি। তবে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Sunday, June 29, 2025

সাভারের সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে মার্কেট রক্ষার দাবিতে দৃষ্টি প্রতিবন্ধীদের মানববন্ধন করে

সাভারের সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে মার্কেট রক্ষার দাবিতে দৃষ্টি প্রতিবন্ধীদের মানববন্ধন করে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ সাভারের এনএফভিআই শপিং কমপ্লেক্স (অন্ধ মার্কেট) কে দুর্ধর্ষ সন্ত্রাসী ও পতিত সরকারের দোসর ও চিহ্নিত চাঁদাবাজদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন চার শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। শনিবার (২৮ জুন) দুপুর ১২ টায় সাভার-বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ এনএফভিআই শপিং কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় তারা চাঁদাবাজ, সন্ত্রাসী ও অবৈধ দোকান দখল মুক্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইয়ুব আলী হাওলাদার। মহাসচিব আইয়ুব হাওলাদার বলেন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ এনএফভিআই শপিং কমপ্লেক্সের জমিদারি ভাড়া দিয়ে সমগ্র বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা হয়। তিনি বলেন, সংস্থার পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, দৃষ্টি প্রতিবন্ধীদের পরিবারের পূর্ণবাসনের জন্য সেলাই মেশিন প্রদান, গৃহনির্মাণের জন্য ঢেউটিন প্রদান, জি আর চাল বিতরণ, কম্বল বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপহার বিতরণ, বয়স্ক ভাতা প্রদান, আর্থিক সাহায্য প্রদান, ক্ষুদ্র ব্যবসায় সাহায্য করা, বিবাহ সাহায্য প্রদান, দাফন-কাফন সাহায্য প্রদান, চিকিৎসা সাহায্য প্রদানসহ দৃষ্টি প্রতিবন্ধীদের কল্যাণে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। তিনি অভিযোগ করে বলেন, পতিত সরকারের সময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ট সহযোগী দুর্ধর্ষ চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ মার্কেটের দোকান দখলকারী ও চাঁদাবাজ নজরুল ইসলাম ওরফে মুরগি নজরুলের নেতৃত্বে সন্ত্রাসী হেলাল, সোহেল, রিপন, বেলাল উদ্দিন মনাসহ তাদের সহযোগী অজ্ঞাত ২০/২৫ জন কতিপয় চাঁদাবাজ বিভিন্ন সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ এনএফভিআই শপিং কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে চাঁদা আদায়, মার্কেটে দোকান দখল এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। মহাসচিব আইয়ুব আলী হাওলাদার বলেন, ৫আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে উপরোক্ত দুষ্কৃতিকারীরা কিছুদিন নীরব থাকলেও খোলস পাল্টে পূর্বের ন্যায় সেই সন্ত্রাসী কার্যক্রমে আরো তৎপর হয়ে উঠেছে এবং নতুন কিছু কৌশল অবলম্বন করেছে। তিনি বলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের নাম ভাঙ্গানো, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙ্গানোসহ কতিপয় সাংবাদিকদের নাম ব্যবহার করে পূর্বের ন্যায় অপরাধ মূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে চাঁদাদাবি, ছাত্র আন্দোলনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি, অবৈধভাবে এনএফভিআই শপিং কমপ্লেক্সের দোকান লিখে দিতে চাপ প্রয়োগ এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কর্মকর্তা ও কর্মচারী এবং সহযোগী সদস্যদের জীবননাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এর আগেও পতিত সরকারের সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে এই নজরুল ইসলাম ওরফে মুরগী নজরুল মার্কেটের উন্নয়ন ও মসজিদ উন্নয়ন কর্মকান্ডে বিঘ্নতা সৃষ্টি করে এবং চাঁদা আদায় করে। তিনি আরো বলেন, পবিত্র ঈদুল আযহার ৩ দিন পূর্বে নজরুল ইসলাম ওরফে মুরগী নজরুলের নেতৃত্বে এই সন্ত্রাসী চক্রটি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অধীনস্থ এনএফভিআই শপিং কমপ্লেক্সের অফিসে এসে মার্কেট ইনচার্জ আব্দুর রহিমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এই চাদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করতে থাকে। পবিত্র ঈদুল আযহা শেষে চতুর্থ দিনের মাথায় অপরাধ চক্রটি মার্কেটে সশস্ত্র মহড়া দেয় এবং পুনরায় মার্কেট ইনচার্জ আব্দুর রহিমকে অফিসে এসে শাসিয়ে চাঁদা পরিশোধ না করলে গুলি করে হত্যা করবে মর্মে হুমকি দেয়। পরবর্তীতে গত ২৩ জুন রাত ১১ টায় এনএফভিআই শপিং কমপ্লেক্সের সামনে বিরুলিয়া রোডে পেয়ে পূর্বপরিকল্পিতভাবে মার্কেট ইনচার্জ আব্দুর রহিমকে অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার ডাক চিৎকারে আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করে। তাদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সহযোগী সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমতাবস্থায় সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনসহ আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং নির্বিঘ্নে মার্কেট পরিচালনায় সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভাইস চেয়ারম্যান মোকলেসুর রহমান, যুগ্ম মহাসচিব এস এম ইউনুসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হালেম মাতব্বর, এনএফভিআই ইনচার্জ আব্দুর রহিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।