Thursday, July 10, 2025

সাভারের উচ্ছেদ নোটিশ দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার ভূমি কর্মকর্তারা

সাভারের উচ্ছেদ নোটিশ দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার ভূমি কর্মকর্তারা

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে সরকারি খাস জমি উদ্ধারে উচ্ছেদের নোটিশ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাভারের ফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বুধবার (৯ জুলাই) দুপুরে সাভারের শ্যামলাসি কলাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি প্রভাবশালী মহল সরকারি খাসজমি জবরদখল করে ভোগদখল করে আসছিল। জমি উচ্ছেদে নোটিশ দিতে সাভার ভূমি অফিসের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে গেলে হঠাৎ করে সংঘবদ্ধভাবে ‘মব’ তৈরি করে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জাহাঙ্গীর আলমকে দুর্বৃত্তরা ধরে ফেলে। পরে ভূমি কর্মকর্তার মাথায় ইট দিয়ে আঘাত এবং বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিরাজুর রেহান পাভেল জানান, আহত ওই ব্যক্তিকে জরুরি চিকিৎসা শেষে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সরকারি কর্মকর্তাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সহকর্মীরা। এদিকে, সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি নিশ্চিত করে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম‌ বলেন, সরকারি কাজে বাধাদান ও হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tuesday, July 8, 2025

সাভারের অসুস্থ শ্রমিক দলের নেতা চিকিৎসার জন্য এগিয়ে আসলে মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম

সাভারের অসুস্থ শ্রমিক দলের নেতা চিকিৎসার জন্য এগিয়ে আসলে মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভার-আশুলিয়া শ্রমিক দলের আঞ্চলিক কমিটির সিনিয়র সহ-সভাপতি অসুস্থ গাজী আনিছুর রহমানের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ও সাভার পৌরসভা জনপ্রিয় মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।  মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সাভার পৌর সভার ব্যাংক কলোনি এলাকায় গাজী আনিছুর রহমানের ভাড়া বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে তার চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করেন মোঃ খোরশেদ আলম।

এ সময় খোরশেদ আলম বলেন,তিনি যতদিন বেঁচে থাকবেন দলের ত্যাগি নেতাকর্মীসহ সাভারের অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকবেন নিরলস ভাবে। সাভারকে একটি সুন্দর পরিচ্ছন্ন সুপরিকল্পিত পৌর সভার হিসেবে গড়ে তুলারও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আনিছুর রহমানে পরিবার দুঃখ প্রকাশ করে বলেন, শ্রমিক নেতা আনিছুর রহমান দির্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় থাকলেও মোঃ খোরশেদ আলম ছাড়া আজ পর্যন্ত কেউ খোঁজ খবর নেননি। এ সময় আরো উপস্থিত ছিলেন, মনিবুর রহমান চম্পক, রাশেদুজ্জামান বাচ্চু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী ও পৌর বিএনপির খান মজলিশ বাবু পৌর ছাত্রদলের তাজ খান নাঈমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

সাভারের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে খোরশেদ আলম

সাভারের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে খোরশেদ আলম

 



আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

নিজের জন্মদিন পালন না করে জুলাই-আগস্টে আহত যোদ্ধাদের নিয়ে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সাভার পৌরসভা জনপ্রিয় মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম। সোমবার ( ৭ জুলাই) বাদ মাগরিব খোরশেদ আলমের ছায়াবীথি এলাকার নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই-আগস্টে আহত যোদ্ধা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলার আহ্বায়ক নাজমুল হাসান অভি, আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন শরীফুজ্জামান কায়কোবাদ, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান মাসুদ, সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুস সাকিবসহ অনেকে। খোরশেদ আলম বলেন, আজ আমার জন্মদিন ঘটা করে পালন করতে পারতাম। কিন্তু, আমি জুলাই-আগস্টে রাজপথে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। এই সময়ে এসে আমার নিজের জন্মদিন পালনের চেয়ে জুলাই-আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো দায়িত্ব মনে করেছি।

জুলাই-আগস্টে আহত যোদ্ধাদের পাশে দাঁড়াতে আমি হাসপাতালে ছুটে গিয়েছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি। এখন ওই মুক্তিকামী শহীদ ও আহতদের রক্তের দাগ শুকায়নি।

তাই আমি তাদের স্মরণে আমার জন্মদিনকে উৎসর্গ করে তাদের সেবায় নিয়োজিত হতে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এ সময় উপস্থিত কয়েকজন জুলাই আন্দোলনের সময়ে আহত ব্যক্তিদের পরবর্তী চিকিৎসা ও কর্মসংস্থানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন,পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক,২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা,৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রফিক হামিদুল ও পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হযরত আলী। আলোচনা সভা শেষে জুলাই-আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এরপর সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Monday, July 7, 2025

 হারিয়েছে

হারিয়েছে

 





হারিয়েছে

আমার এসএসসির মূল সার্টিফিকেট হারিয়েছে। যার রেজিস্ট্রেশন নং 1910675899/2020-21  রোল নং, 902638 পাসের সন 2022 বিভাগ, বোর্ড-ঢাকা। সাভার মডেল থানায় ডিজি নং-৬৫৪, তারিখঃ ০৭/০৭/২০২৫ ইং-মোঃ ফজলুল হক

সাভারের পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী টুটুলকে গ্রেপ্তার করে পুলিশ

সাভারের পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী টুটুলকে গ্রেপ্তার করে পুলিশ

 

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

ঢাকার সাভারে মোহাম্মদ টুটুল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে টু টু লং রাইফট পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) দিবাগত রাতে আমিনবাজার সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত টুটুল (৩৪) ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার লিয়াকত আলীর ছেলে। সোমবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া এ তথ্য জানান। মোহাম্মদ জুয়েল মিয়া জানান, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো: ফয়সাল আলম এর নেতৃত্বে একটি টহল টিম বিশেষ চেক পোস্ট বসিয়ে রিক্সা যোগে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা রিক্সার গতিরোধ করে রিক্সায় থাকা টুটুলের দেহ তল্লাশী করে। এ সময় তল্লাশি কালে তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের কাছে রেখে সাভারের আমিনবাজার- কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার আরও দুই সহযোগীর তথ্য পাওয়া গেছে, গ্রেপ্তার মোহাম্মদ টুটুলসহ ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর টুটুলকে আদালতে সোপর্দ করে বাকি দুইজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




শুভ জন্মদিন উপলক্ষে দেশবাসী কাছে দোয়া চেয়েছেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী  খোরশেদ আলম

শুভ জন্মদিন উপলক্ষে দেশবাসী কাছে দোয়া চেয়েছেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম

 



আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ও সাভার পৌরসভা জনপ্রিয় মেয়র পদপ্রার্থী মো: খোরশেদ আলম এর জন্মদিন উপলক্ষে সাভার ও আশুলিয়া  সহ সকলের দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তিনি। আজ সোমবার সুপ্রিয়  মো: খোরশেদ আলম এর শুভ জন্মদিন। তিনি সাভারে এক উজ্জ্বল নক্ষত্র। বিএনপি’র পরিবারের সদস্যরা তাকে অন্যতম একজন অভিভাবক হিসেবেই মনে করেন।  বন্ধু-বান্ধব, নেতৃবৃন্দের অনেকে টেলিফোন করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিদেশি বন্ধুও সকালে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাকে। দলের প্রতিটি স্তরের নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।  তবে দীর্ঘ কয়েক বছর দেশের মাটিতে জন্মদিনের জন্য নেতাকর্মীদের বাড়তি আবেগ ছিল। সকাল থেকেই তারা প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে সাভারের তার রাজনৈতিক কার্যালয়ে ছুটে যান। বি এন পির নির্বাহী কমিটির সহ পরিবার কল্যান বিষয়ক সম্পাদক  ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের আস্থাভাজনদের মধ্যে তিনিও একজন। তার দীর্ঘদিনের এই রাজনৈতিক জীবনের অনেক চরাই উৎরাই পার করে আজ এখানে এসেছেন বলে জানান তিনি। তিনি জানান, বিগত সময় গুলোতে যখন আওয়ামী লীগের ক্ষমতায় ছিলো তখন নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে তাকে। বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা মামলা দায়। তবে এখন আমাদের দল  আমরা বা ব্যাক্তিগতভাবে আমি কাউকে কোন ধরনের হয়রানি করিনি। কারন আমি চিন্তা করি সৃষ্টিকর্তা একজন আছেন। তিনি সব দেখেন। আমার দীর্ঘ দিনের রাজনৈতিক জীবনে আমি মানুষের ভালোবাসাও পেয়েছি। মানুষের ভালোবাসায় আজ আমি ধন্য। জনপ্রতিনিধি না হয়ে চেষ্টা করি   যাচ্ছি মানুষের জন্য কাজ করে যেতে। যতদিন সময় আছে ততদিন আরো চেষ্টা করে যাবো। আগামী মেয়র নির্বাচনে যদি মানুষ মনে করে তবে আমাকে নির্বাচিত করবে। যতদিন হায়াত আছে ততদিন কোন না কোনভাবে মানুষের সেবা করে বেঁচে থাকতে চাই। তিনি তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি মানুষের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারেন। তিনি তার পোস্টে সকলের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সবার দোয়া চেয়েছেন, যাতে তিনি মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে আরও শক্তি পান। বিএনপি নেতা খোরশেদ আলম এক শুভেচ্ছা বার্তায় বলেন প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়েছেন। আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমার প্রাণপ্রিয় সাভার বাসি প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের করুনায় আমি আজ এপর্যন্ত এসেছি।খোরশেদ আলম বলেন ,আমি সবার কাছে দোয়া চাই। আমি যেন আমার সাভারবাসীর জন্য কিছু করতে পারি তাতেই আমার জন্মকে সার্থক মনে করতে পারবো। আমি কৃতজ্ঞ সকলের প্রতি,আমি সকলের ভালোবাসায় সিক্ত…। ধন্যবাদ সবাইকে ,আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি।যে যেখানে যে অবস্থায় আছেন ভাল থাকুন,সুখে থাকুন,শান্তিতে থাকুন। সবার প্রতি রইল শুভ কামনা।

Sunday, July 6, 2025

সাভারে গলায় রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ

সাভারে গলায় রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মডেল মসজিদের কাছে এক অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (আজ) সকালে স্থানীয়রা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

উদ্ধারকৃত লাশের গলায় রশি পেঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ, যা দেখে ধারণা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশের একটি তদন্ত দল।