আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারের হানি ট্র্যাপে ফেলে পরিবার পরিকল্পনা বিভাগের ইন্সপেক্টর মোঃ মেহেদী হাসানকে অপহরণ করেছে একটি সংঘবদ্ধ চক্র।পরবর্তীতে হানি ট্রাপে শিকার এসআইমেহেদী হাসান’কে অভিযান চালিয়ে উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ।
এ ঘটনায় জড়িত নারী সদস্যসহ চারজন’ কে আটক করা হয়।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জুয়েল মিয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেন,তাছাড়া এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়।বৃহস্পতিবার (২ই অক্টোবর ২০২৫ইং)বিকেল আনুমানিক ৪:৩০ মিনিট সময়ের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে পাকা রাস্তার উপর থেকে পরিকল্পনা বিভাগের ইন্সপেক্টর মেহেদী হাসানকে অপহরণ করে চক্রের সদস্যরা।
এসময় অপহরণের পর তার পরিবারের কাছে ৫ লক্ষ্য টাকা মুক্তিপণ দাবি করেন অপহরনকারীর সদস্যরা।অপহরণের ঘটনার বিষয়টি তার পরিবার জানার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সাভার মডেল থানার একটি টিম অভিযান শুরু করে।তবে তথ্য প্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টার অভিযানে(৩ই অক্টোবর ২০২৫ইং)দুপুর আনুমানিক দেরঘটিকার সময়ের দিকে সাভারের জামশিং এলাকা থেকে অপহরণের শিকার এসআই মেহেদী হাসান’কে উদ্ধার করতে সক্ষম হন সাভার মডেল থানার পুলিশ।এ সময় ঘটনার সাথে জড়িত অপহরণকারীর নারী সদস্যসহ ৪ জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন শরিফুল (২৫),মোঃ জয়নাল(২৫),সকাল আনমনা(১৯)ও মোঃ কাওসার হোসেন কনক(২০)।এ সময় তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়।এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ জুয়েল মিয়া বলেন,এরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়ায় হানি ট্র্যাপসহ বিভিন্নভাবে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিল।তাছাড়া এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।এছাড়াওআটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।