আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারে মায়ের সাথে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই এক কিশোরী নিহত হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সকালে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জামাল ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আতিফা আক্তার (১২) মানিকগঞ্জের হরিরামপুর থানার মাচাল বাজার এলাকার আফজাল হোসেনের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কিশোরী তার মায়ের সাথে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে যাওয়ার জন্য মানিকগঞ্জ থেকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এসে নামেন। এরপর রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ওই কিশোরী। এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, কিশোরী নিহতের ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে।
