আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনের দায়ের করা মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া অটোরিকশাসহ মাদক উদ্ধার করা হয়। শনিবার (২ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম কবির (৫০)। আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য হাজী মোশাররফ মৃধা (৪৮), মিলন মিয়া (৪০)। আল-আমিন (৪৩), নাহিদ হোসেন (২৭)। রহিম (৫০), মোসাঃ নাসিমা বেগম (৪৫), সেলিম (৪৫), আহাদ আহম্মেদ জিসান (২৩)। পুলিশ জানায়, আশুলিয়ার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি সেলিম কবির, হাজী মোশাররফ মৃধা ও মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়। চোরাই অটোরিকশা উদ্ধারসহ গ্রেপ্তার করা হয় আল-আমিন ও নাহিদ হোসেন নামে দুই যুবককে। এছাড়া রহিম, মোসাঃ নাসিমা বেগম, সেলিম ও আহাদ আহম্মেদ জিসানকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, আশুলিয়ার শিমুলিয়া, কুঁরগাও ও কুমকুমারীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।