Tuesday, August 5, 2025

সাভারের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাভারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সাভারের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাভারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

 জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে রেড ক্রিসেন্ট সোসাইটি সাভার শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে সাভার মডেল মসজিদে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, ঢাকা জেলা উলামা দলের মাঈনুদ্দিন মুন্না ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ আরো অনেকে।

লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সকল শহীদের স্মারণে এই কর্মসূচি আয়োজন করা হয়। তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহিদ, আহত ও নিপীড়নের শিকার সকল সাহসী তরুণ-তরুণীকে, যাদের ত্যাগেই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।


Monday, August 4, 2025

সাভারের এপিসি থেকে ফেলে হত্যা করে পুলিশের সাবেক এএসআই গ্রেপ্তার হয়

সাভারের এপিসি থেকে ফেলে হত্যা করে পুলিশের সাবেক এএসআই গ্রেপ্তার হয়

 



আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে পুলিশের এপিসি থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে ফেলে হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকালে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান ঢাকার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহীনুর কবির। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ দিন ধরে পলাতক মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। রবিবার (৩ জুলাই) সকাল ৬টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন মুরাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। গত বছর ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শাইখ আশহাবুল ইয়ামিন শহীদ হন। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন এমআইএসটির ওসমানী হলে। তার বাসা ছিল সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।

Saturday, August 2, 2025

আশুলিয়ায়  অভিযানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার

আশুলিয়ায় অভিযানে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনের দায়ের করা মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া অটোরিকশাসহ মাদক উদ্ধার করা হয়। শনিবার (২ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম কবির (৫০)।  আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য হাজী মোশাররফ মৃধা (৪৮), মিলন মিয়া (৪০)। আল-আমিন (৪৩), নাহিদ হোসেন (২৭)। রহিম (৫০), মোসাঃ নাসিমা বেগম (৪৫), সেলিম (৪৫), আহাদ আহম্মেদ জিসান (২৩)। পুলিশ জানায়, আশুলিয়ার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি সেলিম কবির, হাজী মোশাররফ মৃধা ও মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়। চোরাই অটোরিকশা উদ্ধারসহ গ্রেপ্তার করা হয় আল-আমিন ও নাহিদ হোসেন নামে দুই যুবককে। এছাড়া রহিম, মোসাঃ নাসিমা বেগম, সেলিম ও আহাদ আহম্মেদ জিসানকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, আশুলিয়ার শিমুলিয়া, কুঁরগাও ও কুমকুমারীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার দুপুরে তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন করে

সাভারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন করে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের অধিকার পুনঃস্থাপন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা পরিপত্র বাতিলের দাবিতে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এ সময় ফেডারেশন অব কিন্ডারগার্টেনের এসোসিয়েশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু বলেন, এই সিদ্ধান্তের কারণে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিভাজন সৃষ্টি হয়েছে। এটি কিন্ডারগার্টেন স্কুলে অধ্যয়নরত লক্ষ লক্ষ শিক্ষার্থীর মনোবলে আঘাত করেছে। বিতর্কিত এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষা খাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অবদানকেও অস্বীকার করা হয়েছে। অবিলম্বে এটি বাতিল করতে হবে।  শিক্ষক-শিক্ষার্থীদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারিকৃত সর্বশেষ পরিপত্র অনুযায়ী, বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। বৈষম্যমূলক এই সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। তাই অবিলম্বে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবি জানাই।

বক্তারা আরও বলেন, এই কর্মসূচি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত নয়। এটি একটি শিক্ষা-ভিত্তিক ন্যায্য আন্দোলন, যেখানে প্রতিটি শিক্ষার্থীকে সমান অধিকার সুযোগ দেয়ার দাবিতে আমরা কর্মসূচি পালন করছি। সরকারের এই বৈষম্য মূলক সিদ্ধান্ত বাতিল না হলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। তাই বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হোক। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন—ফেডারেশনের উপদেষ্টা রফিকুল ইসলাম, নুরুজ্জামান তালুকদার, লুৎফর রহমান মোল্লা, লিংকন মাহমুদ, তাজ উদ্দিন আহমেদ, ফেডারেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান খাঁন ও মনির হোসেন এবং এসএম নাসির হোসেন, মো. ওসমান গণি, ইস্রাফিল খোকন, মফিজুর রহমান, আলহাজ্ব  উদ্দিন রোহিত, আব্দুল আজিজ,  হাচনাইন জিসান প্রমুখ। এই কর্মসূচিতে সাভার উপজেলার ৩০টি কিন্ডারগার্টেন স্কুলের সহস্রাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

Tuesday, July 29, 2025

সাভারের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যাবর্তন ও অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান

সাভারের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যাবর্তন ও অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান

 

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে অনুষ্ঠিত হয়ে গেল শুকুরজান-জিন্নত আলী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যাবর্তন ও অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠান। সোমবার (২৮ জুলাই) সকালে সাভার পৌরসভার জামসিং এলাকায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

এসময় বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নব নির্বাচিত সভাপতি সাবেক শিক্ষা অফিসার দেওয়ান আক্কাস আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য শামিম হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী তার বক্তব্যে বলেন, দীর্ঘ ৯  মাস কতটা যন্ত্রণা সহ্য করেছি তা বলার ভাষা আমার নেই।

এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার সন্তানের মত, তাদের কাছ থেকে বিনা অপরাধে আমাকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। এটাই আমার সবচেয়ে বেশি কষ্ট হত।

আজ আমার সকল সন্তানদের আবারও কাছে পাওয়ায় আমি আনন্দিত। এজন্য অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মোঃ খোরশেদ আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, কিছু দিন পূর্বে এই বিদ্যালয়ে বিশৃঙ্খলা সুষ্টি হয়েছিল। সেসময় থেকে সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের অভিভাবকগণ ও স্থানীয়রাসহ আরো অনেকেই এর সমাধান করে দেওয়ার অনুরোধ করেন।

এমনকি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও আমার কাছে গিয়েছিল। সকলেরই একটাই চাওয়া ছিল বিদ্যালয়ে সুন্দর পরিবেশে শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেওয়া। এছাড়া বিদ্যালয়ে একটা অ্যাডহক কমিটির দরকার ছিল সেটাও করে দেওয়া হয়েছে।

এখন আমার চাওয়া বিদ্যালয়ে নতুনভাবে শিক্ষা কার্যক্রম পরিচালিত হউক এবং এই বিদ্যালয় আবারও তার পুরোনো গৌরব ফিরে পাক। এই আশাবাদ ব্যক্ত করেন বিএনপি নেতা লায়ন মোঃ খোরশেদ আলম। উল্লেখ্য, ‘জুলাই বিপ্লব’ এর পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলীকে বিভিন্ন অভিযোগ ও দুর্নীতির দায়ে জোরপূর্বক স্কুল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ ৯ মাস পর তিনি প্রমাণ করতে সক্ষম হন যে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।

Sunday, July 27, 2025

আশুলিয়ায় প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩জন

আশুলিয়ায় প্রেমিকাকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩জন

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভার ও আশুলিয়া অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রেমিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর। গ্রেফতাররা হলেন: আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরেরের মোল্লাপাড়া এলাকার গিয়াস ওরফে ইমরাস মোল্লার ছেলে অভি রহমান (১৬), একই এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২৫) ও মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তার কিশোর প্রেমিক অভি রহমান আশুলিয়ার ইয়ারপুর এলাকার একটি সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী। গত রাতে কৌশলে সে ভুক্তভোগীকে দোকানে ডেকে নেয়। একপর্যায়ে দুই সহযোগীসহ তারা কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ভোরের দিকে ছাড়া পেয়ে ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সকালে অভিযান চালিয়ে ইয়ারপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, গ্রেপ্তারকৃতদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ ছাড়া ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Wednesday, July 23, 2025

আশুলিয়া যৌথ বাহিনীর অভিযানে  চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার করে।

আশুলিয়া যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে।

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

আশুলিয়ায় অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।এ সময় তাদের সংগে থাকা থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩০ হাজার ৭৮০ নগত টাকা উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার(২২শে জুলাই ২০২৫ইং)রাত আনুমানিক ১১ঘটিকার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত দুই মাদক ব্যবসায়ী,আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শ গ্রাম এলাকার মৃত তোতা মিয়ার ছেলে হোসেন ভান্ডারী একই এলাকার শেখ লিটন।


এদিকে আশুলিয়ার পুলিশ সুত্রে জানা যায়,রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ৩০ ফিট রাস্তাসংলগ্ন যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী হোসেন ভান্ডারীর বাড়ির সামনে থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছে থাকা ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩০ হাজার ৭৮০ নগত টাকা উদ্ধার করা হয়।এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুল হান্নান বলেন ,আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তবে উল্লেখ্য যে,আটককৃতদের মধ্যে হোসেন ভান্ডারীর নামে বিভিন্ন থানায় অন্তত ৫টি মাদক মামলা রয়েছে।সর্বশেষ তিনি গত ২৬শে মে ২০২৫ইং সকালে ১০ঘটিকার দিকে আশুলিয়ার আউকপাড়া থেকে ২৬৮ পুড়িয়া গাঁজা ,১গ্রাম হিরোইন এবং মাদক বিক্রির ১ লক্ষ ৫০ হাজার টাকাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়।তাছাড়া গ্রেফতার হওয়ার মাত্র একমাসের মাথায় জামিনে এসে পুনরায় সংগবদ্ধ হয়ে মাদক ব্যবসা পরিচালনা শুরু করেন।