আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে ৯জন দলীয় প্রতীকে এবং ১জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। সোমবার (২৯ ডিসেম্বর) ছিল এই জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীরা সশরীর উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। দলীয় প্রতীকে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ,বাংলাদেশ জামায়াত ইসলামী মো: আফজাল হোসাইন,গণঅধিকার পরিষদ (জিওপি) শেখ শওকত হোসেন,জাতীয় পার্টি মোঃ বাহাদুর ইসলাম,ন্যাশনাল পিপলস পার্টি মোঃ ইসরাফিল হোসেন সাভারী,ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ ফারুক খান,খেলাফত মজলিস’র এ. কে. এম এনামুল, বাংলাদেশ মুসলিম লীগ মোঃ কামরুল,এলডিপি’র চৌধুরী হাসান সারওয়ার্দী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হারুনুর রশিদ। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, আগামী ৩০ ডিসেম্বর থেকে ০৪ জানুয়ারী মনোনয়নপত্র যাচাই–বাছাই হবে। সেদিন জানা যাবে এই নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, কে পারবেন না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারী।২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে।এছাড়াও একই দিনে হা ভোট ও না ভোট অনুষ্ঠিত হবে।