আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি :
সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাত ব্যক্তির আগুনে পোড়া ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে সাড়ে তিন মাসে ওই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মিলল এক নারীসহ তিন জনের লাশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে থানা রোড়ের পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার শৌচাগার থেকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে সাভার থানা রোড়ের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার শৌচাগার থেকে এক ব্যক্তির আগুনে পোড়া ও অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ব্যপারে সাভার মডেল থানার উপপরিদর্শক কাদের শেখ জানান, নিহতের শরীর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন পূর্বেই তাকে হত্যা করা হয়েছে, তাই মরদেহে পচন ধরেছে। তবে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। একইসঙ্গে নিহতের পরিচয় ও হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত ১২ অক্টোবর ওই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। এর ঠিক দেড় মাস আগে ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। কিন্তু সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও নিহত ওই যুবকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।