Sunday, October 12, 2025
ধামরাইয়ে সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫জন
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সাভারের আশুলিয়ার নবীনগর ডিওএইচএসের একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন- ঢাকা জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন সুজন, ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মসি, ধামরাই পৌর যুবলীগের সভাপতি মো. আমিনুর রহমান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. আহাদ। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তাকৃতদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় ধামরাই থানা পুলিশ।
সাভারের যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি ও উদ্যোক্তা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি ও উদ্যোক্তা সম্মাননা প্রদান অনুষ্ঠান।
বুধবার ৮ অক্টোবর বিকেলে সাভার উপজেলা হল রুমে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক উপপরিচালক মোঃ আব্দুল কাদের তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাব লিমিটেডের সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং জাগরণী থিয়েটারের সভাপতি মোঃ আজিম উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ দিদারুল ইসলাম দিপু। এছাড়াও বিভিন্ন খাতের বিশিষ্ট উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা তরুণ উদ্যোক্তাদের ভূমিকা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
পরে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা, উপহার বিতরণ এবং কেক কাটা পর্বের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও লেখক মোঃ নুরু উদ্দিন কৃষ।
Saturday, October 4, 2025
সাভারের হানি ট্রাপের শিকার ভিকটিম উদ্ধার করে জড়িত নারীসহ ৪ জনকে আটক
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারের হানি ট্র্যাপে ফেলে পরিবার পরিকল্পনা বিভাগের ইন্সপেক্টর মোঃ মেহেদী হাসানকে অপহরণ করেছে একটি সংঘবদ্ধ চক্র।পরবর্তীতে হানি ট্রাপে শিকার এসআইমেহেদী হাসান’কে অভিযান চালিয়ে উদ্ধার করেছে সাভার মডেল থানার পুলিশ।
এ ঘটনায় জড়িত নারী সদস্যসহ চারজন’ কে আটক করা হয়।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জুয়েল মিয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেন,তাছাড়া এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়।বৃহস্পতিবার (২ই অক্টোবর ২০২৫ইং)বিকেল আনুমানিক ৪:৩০ মিনিট সময়ের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে পাকা রাস্তার উপর থেকে পরিকল্পনা বিভাগের ইন্সপেক্টর মেহেদী হাসানকে অপহরণ করে চক্রের সদস্যরা।
এসময় অপহরণের পর তার পরিবারের কাছে ৫ লক্ষ্য টাকা মুক্তিপণ দাবি করেন অপহরনকারীর সদস্যরা।অপহরণের ঘটনার বিষয়টি তার পরিবার জানার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সাভার মডেল থানার একটি টিম অভিযান শুরু করে।তবে তথ্য প্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টার অভিযানে(৩ই অক্টোবর ২০২৫ইং)দুপুর আনুমানিক দেরঘটিকার সময়ের দিকে সাভারের জামশিং এলাকা থেকে অপহরণের শিকার এসআই মেহেদী হাসান’কে উদ্ধার করতে সক্ষম হন সাভার মডেল থানার পুলিশ।এ সময় ঘটনার সাথে জড়িত অপহরণকারীর নারী সদস্যসহ ৪ জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন শরিফুল (২৫),মোঃ জয়নাল(২৫),সকাল আনমনা(১৯)ও মোঃ কাওসার হোসেন কনক(২০)।এ সময় তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়।এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ জুয়েল মিয়া বলেন,এরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়ায় হানি ট্র্যাপসহ বিভিন্নভাবে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিল।তাছাড়া এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।এছাড়াওআটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
Monday, September 22, 2025
সাভারের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চারজনকে গ্রেফতার করে
আনোয়ার হোসেন আন্নু বিশেষ
ঢাকার সাভারে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের এক বছর পর এর রহস্য উদঘাটন করেছে পুলিশ। রোববার দুপুরে এবিষয়ে সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, সাভারের হেমায়েতপুরে গত বছরের ৩ আগস্ট এমই বিডি টেক নামের কারখানায় একদল ডাকাত হানা দেয়।
এসময় প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী রিমন হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে ডাকাতরা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ঘটনার পর পুলিশ নিহতের মোবাইল ফোন উদ্ধার করলেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি।
পরে দীর্ঘ তদন্তের পর এই হত্যাকাণ্ডে জড়িত ঘাতক মানিক মোল্লাকে উন্নত প্রযুক্তির মাধ্যমে শনিবার গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকারী ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম ও হৃদয় আহমেদকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা'সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাকাতি করার উদ্দেশ্যে মূলত হত্যাকারীরা ঐ কারখানায় হানা দেয় এবং নিরাপত্তাকর্মীর বাঁধায় ডাকাতি করতে না পেরে তাকে হত্যা করা হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
Friday, September 19, 2025
সাভার পৌরসভা ৮ নং ওয়ার্ডে শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারে শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌরসভার উত্তর রাজাশন এলাকায় এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন, নির্বাচন নিয়ে বর্তমানে গভীর ষড়যন্ত্র চলছে। বিশেষ করে বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেই ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর চিন্তাশীল ও বিচক্ষণ নেতা। তিনি সব ষড়যন্ত্র ভেদ করেই দেশে ফিরবেন। আর তিনি দেশে ফিরলে বিএনপির পক্ষে গণজাগরণ সৃষ্টি হবে।
এসময় তিনি আরো বলেন, আমি সাভারের মানুষের মন জয় করেই ভোট নিবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমি সাভার পৌরসভাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাই মুক্ত একটি পরিচ্ছন্ন সুন্দর বসবাস যোগ্য সাভার হিসেবে গড়ে তুলতে চাই। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এনামুল করিব (মিন্টু)। বিশেষ অতিথি সাভার পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু ও পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
Thursday, September 18, 2025
আশুলিয়ায় বিএনপি'র দুই গ্রুপে সংঘর্ষে আহত হয় ৬জন