Tuesday, January 13, 2026

নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালন করল

নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালন করল

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

নানা আয়োজনে দিনব্যাপী পালন করা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে শুক্রবার (১২ জানুয়ারি) সকালে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচীতে দর্শনার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এর আগে, ৫৩তম দিবস উপলক্ষে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে আলোচনা সভা, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

সাভারের অসহায় মানুষ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সাবেক চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন সরকার

সাভারের অসহায় মানুষ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সাবেক চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন সরকার

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি ঢাকা জেলার সাভারে হেমায়েতপুর যাদুরচর ৬ নং ওয়ার্ড তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায় গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়ার আয়োজন করে গরিব দুঃখী শীতার্থ ও দুস্থ অসহায়দের মাঝে ৫০০ হতে ৬০০ কম্বল বিতরণ করেছেন (সাবেক সভাপতি, সাভার উপজেলা বিএনপি) মোঃ জামাল উদ্দিন সরকার। হেমায়েতপুর যাদুরচর ৬নং ওয়ার্ড তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকায় আনুষ্ঠানিক ভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাওন সরকার (ঢাকা জেলার যুবদল বিএনপি)। প্রধান অতিথির মোঃ জামাল উদ্দিন সরকার বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া কামনায় অনুষ্ঠানের সৌজন্যে সাধারণ মানুষের কষ্ট লাগবে জন্য শীতার্থ দুস্থ অসহায় খেটে খাওয়া গরিব কর্মজীবীদের মাঝে কম্বল বিতরণ করেছি। এ সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন, কম্বল বিতরণীকে কেন্দ্র করে কোন রাজনৈতিক বক্তব্য আমাদের উদ্দেশ্য নয়। অসহায় দুঃস্থ হতদরিদ্র কর্মজীবি মানুষের পাশে তাদের দুঃসময় দাঁড়ানো আমাদের কাজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ ফারুক হোসেন (সিনিয়র সহ-সভাপতি তেঁতুলজোড়া ইউনিয়ন বিএনপি)। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপির অঙ্গ সহযোগী দলীয় নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Sunday, January 11, 2026

সাভারের মায়ের সাথে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় কিশোরী নিহত হয়

সাভারের মায়ের সাথে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় কিশোরী নিহত হয়

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে মায়ের সাথে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই এক কিশোরী নিহত হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সকালে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জামাল ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আতিফা আক্তার (১২) মানিকগঞ্জের হরিরামপুর থানার মাচাল বাজার এলাকার আফজাল হোসেনের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কিশোরী তার মায়ের সাথে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে যাওয়ার জন্য মানিকগঞ্জ থেকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এসে নামেন। এরপর রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ওই কিশোরী। এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, কিশোরী নিহতের ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে।

সাভারের ডিবির অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে

সাভারের ডিবির অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

ঢাকার সাভারে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে, শুক্রবার রাতে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল জেলার মুলাদী থানার পশ্চিম চর লক্ষ্মীপুর গ্রামের মোতাহার মোল্লার ছেলে ইমরান হোসেন (২৭) ও একই জেলার মেহেন্দীগঞ্জ থানার কান্দিরাবাদ গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে বাবুল হাওলাদার (৪০)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর ইসলাম মানবজমিনকে জানান, সাভারের গেন্ডা এলাকায় এসআই মতিউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় ডাকাতিসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আশুলিয়ার আসামিকে গ্রেপ্তার সময় পুলিশের উপর হামলা করে

আশুলিয়ার আসামিকে গ্রেপ্তার সময় পুলিশের উপর হামলা করে

 

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় জুলাই হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।রাত১১ টার সময় হামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামলার শিকার আশুলিয়া থানার পুলিশ সদস্য উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় এসআই মনিরুল ইসলাম আশুলিয়ার গোমাাইল বাংলাবাজার এলাকায় জুলাই হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে তিনি সহ আরো অনেকেই আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসাপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

Wednesday, January 7, 2026

আশুলিয়ায় ২০ বোতল বিদেশি মদসহ তিনজন কারবারি গ্রেপ্তার করে

আশুলিয়ায় ২০ বোতল বিদেশি মদসহ তিনজন কারবারি গ্রেপ্তার করে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল বিদেশি মদসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন এসআই মোঃ কাজী কামাল মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স। এসময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, নোয়াখালী জেলার সদর থানার সূর্য নারায়ণপুর এলাকার ফারুক মিয়ার ছেলে রুবেল ইসলাম রাশেদ (২০), শেরপুর জেলার সদর থানার আন্দারিয়া কামারপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে সোহাগ আহম্মেদ রাব্বি (২০) ও নোয়াখালী জেলার সদর থানার দামোধরপুর এলাকার দুলাল মিয়ার ছেলে নুর আলম (২৫)। গ্রেপ্তাররা পরিবার নিয়ে ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের গাছা থানা এলাকায় বসবাস করতেন। সেখানে থেকেই তারা আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, পেশাদার তিন মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশ পিসিপিআর পর্যালোচনায় দেখা যায় আসামি রুবেলের দুটি এবং সোহাগের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

সাভার পৌরসভার ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে

সাভার পৌরসভার ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রদলের অভিভাবক বর্তমান চেয়ারম্যান বিএনপি দলের তারেক রহমানের পক্ষ থেকে সাভারে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সাভার পৌরসভার ছাত্রদলের নেতা তাজ খান নাঈমের উদ্যোগে পৌর এলাকার ডগরমোড়া মাতৃবাগান মসজিদ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম ,সাবেক সাভার পৌরসভা কাউন্সিলর ৭ নং ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ আলী খান। ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন তানভির, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মাদ ইয়াসিন সরকার শাওন, সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মোল্লা।  এছাড়াও উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাবের সভাপতি কামরুল হাসান,সাভার পৌরসভা ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোশারফ হোসেন মোল্লা, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলি, সাভার পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি তাজুল ইসলামসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।