আনোয়ার হোসেন আন্নু বিশেষ
ঢাকার সাভারে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের এক বছর পর এর রহস্য উদঘাটন করেছে পুলিশ। রোববার দুপুরে এবিষয়ে সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, সাভারের হেমায়েতপুরে গত বছরের ৩ আগস্ট এমই বিডি টেক নামের কারখানায় একদল ডাকাত হানা দেয়।
এসময় প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী রিমন হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে ডাকাতরা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ঘটনার পর পুলিশ নিহতের মোবাইল ফোন উদ্ধার করলেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি।
পরে দীর্ঘ তদন্তের পর এই হত্যাকাণ্ডে জড়িত ঘাতক মানিক মোল্লাকে উন্নত প্রযুক্তির মাধ্যমে শনিবার গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকারী ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম ও হৃদয় আহমেদকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা'সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাকাতি করার উদ্দেশ্যে মূলত হত্যাকারীরা ঐ কারখানায় হানা দেয় এবং নিরাপত্তাকর্মীর বাঁধায় ডাকাতি করতে না পেরে তাকে হত্যা করা হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।