Sunday, December 21, 2025

হাদি হত্যাকাণ্ড আইপি ট্র্যাকিংয়ে মিলল অবস্থান অভিযুক্ত ফয়সালের

হাদি হত্যাকাণ্ড আইপি ট্র্যাকিংয়ে মিলল অবস্থান অভিযুক্ত ফয়সালের

 


অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ঘটনার পরপরই ভারতে পালিয়ে যায়। সর্বশেষ গোয়েন্দা তথ্য অনুযায়ী, সে বর্তমানে ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করছে।

গোয়েন্দা সূত্র জানায়, গুলি চালানোর ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ফয়সাল দেশ ত্যাগ করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামতও সে গোপন বা সরিয়ে ফেলে।

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া শুটার ফিলিপের দুই সহযোগীর জবানবন্দিতে জানা গেছে, ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ফয়সাল ও তার এক সহযোগী ভারতে পালিয়ে যায়।

সময় টিভির কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ফয়সালের ব্যবহৃত মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে দেখা গেছে, বুধবার তার অবস্থান ছিল ভারতের মহারাষ্ট্রে। সেখানে সে ভারতের রিলায়েন্স কোম্পানির একটি মোবাইল সংযোগ ব্যবহার করে নিয়মিত যোগাযোগ রাখছে।

এদিকে হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি এখনো পলাতক থাকলেও তদন্তে পুরো ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র স্পষ্ট হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত জুলাই মাসে দেশে ফিরে ফয়সাল করিম মাসুদ কবির, কামাল, রুবেল ও মাইনুদ্দিনকে সঙ্গে নিয়ে একটি ‘কিলিং মিশন’ শুরু করে। তদন্তে জানা গেছে, তারা সবাই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত নেতা।

যেভাবে পরিচালিত হয় ‘কিলিং মিশন’

গোয়েন্দা তথ্য অনুযায়ী, গত ৪ ডিসেম্বর রাত ৮টা ১৮ মিনিটে ফয়সাল ও তার সহযোগী কবির বাংলামোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে যান। প্রায় ছয় মিনিটের ওই সাক্ষাৎ ছিল হাদির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রথম ধাপ। সেখানে ফয়সাল হাদির সঙ্গে কাজ করার প্রস্তাব দেয়।

এরপর ৯ ডিসেম্বর রাতে ফয়সাল আবার ইনকিলাব কালচারাল সেন্টারে আসে। এ সময় কবির তার সঙ্গে না থাকলেও নতুন সহযোগী হিসেবে আলমগীর উপস্থিত ছিল। ওই বৈঠকে নির্বাচনী প্রচারণা নিয়ে আলোচনা হয়। সেখান থেকেই ধীরে ধীরে হাদির ঘনিষ্ঠ বৃত্তে প্রবেশ করে ফয়সাল।

পরদিন ১২ ডিসেম্বর সেগুনবাগিচায় হাদির নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেয় ফয়সাল। সেদিনই সে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে। পরিকল্পনা বাস্তবায়নে নরসিংদী, সাভার ও মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় আগাম নজরদারি চালানো হয়।

মিশনের প্রস্তুতির অংশ হিসেবে ১১ ডিসেম্বর ফয়সাল পশ্চিম আগারগাঁওয়ে তার বোনের বাসায় ওঠে। হামলার দিন ভোরে উবারে করে সে হেমায়েতপুরের একটি রিসোর্টে যায়।

রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার ভোর ৫টা ২২ মিনিটে ফয়সাল ও আলমগীরের গাড়ি গ্রিন জোন রিসোর্টে প্রবেশ করে। সেখানে আগে থেকেই অবস্থান করছিল ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন। সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল জানায়, সে হাদির মাথায় গুলি করার পরিকল্পনা করেছে এবং এতে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হবে। ঘটনার পর তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশও দেয় সে।

পরে উবারে করে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দেয় ফয়সাল। সকাল ১১টা ৫ মিনিটে আগারগাঁওয়ের বাসা থেকে মোটরসাইকেলে বের হয় ফয়সাল ও আলমগীর। তারা সরাসরি সেগুনবাগিচায় হাদির প্রচারণাস্থলে পৌঁছায় সকাল পৌনে ১২টার দিকে।

প্রচারণা শেষে দুপুর ১২টা ২২ মিনিটে হাদি মতিঝিলের উদ্দেশে রওনা হলে ফয়সাল ও আলমগীর পেছন থেকে তার অটোরিকশা অনুসরণ করে। দুপুর ১২টা ৫০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা মতিঝিলের জামিয়া দারুল উলুম মসজিদের সামনে পৌঁছায়। সেখানে আলমগীর মোটরসাইকেল পার্ক করে এবং দুজনই পুনরায় প্রচারণায় যুক্ত হয়।

হাদি ওই মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে প্রচারণা চালান। দুপুর ২টা ১৬ মিনিটে সেখান থেকে রওনা হলে ফয়সাল ও তার সহযোগীরা আবারও পিছু নেয়। মতিঝিল শাপলা চত্বর হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে তারা পল্টনের বক্স কালভার্ট সড়কে প্রবেশ করে।

প্রায় আড়াই ঘণ্টা উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার পর দুপুর ২টা ২৪ মিনিটে খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে ফয়সাল।

ধামরাইয়ে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ মোজো খেয়ে ৩ জন অসুস্থ হয়ে পড়ে

ধামরাইয়ে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ মোজো খেয়ে ৩ জন অসুস্থ হয়ে পড়ে

 


জাহিদুল ইসলাম জিতু ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামে বিলটুর দোকান থেকে কেনা মোজো পানীয় পান করে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। পরে বোতলের গায়ে দেখা যায়, এই পানীয়র মেয়াদ প্রায় এক বছর আগেই শেষ হয়েছে। স্থানীয়রা বিষয়টি দোকান দার কে জানাতে গেলে, তার স্ত্রী উল্টো গালাগালি করে অভিযোগকারীদের প্রতি প্রতিক্রিয়া দেখান। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা এবং অসুস্থ মানুষের প্রতি অশালীন আচরণ গ্রহণযোগ্য নয়। এই ধরনের ঘটনা ভবিষ্যতে প্রতিরোধে গ্রামে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত ভ্রাম্যমাণ পুলিশ/ভোক্তা অধিকার অভিযান চালানোর প্রয়োজন রয়েছে।

Saturday, December 20, 2025

চার  মাসে সাভার  পৌর কমিউনিটি সেন্টার থেকে মিলল তিনজনের লাশ

চার মাসে সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে মিলল তিনজনের লাশ

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি :

সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাত ব্যক্তির আগুনে পোড়া ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে সাড়ে তিন মাসে ওই কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মিলল এক নারীসহ তিন জনের লাশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে থানা রোড়ের পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার শৌচাগার থেকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে সাভার থানা রোড়ের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার শৌচাগার থেকে এক ব্যক্তির আগুনে পোড়া ও অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ ব্যপারে সাভার মডেল থানার উপপরিদর্শক কাদের শেখ জানান, নিহতের শরীর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন পূর্বেই তাকে হত্যা করা হয়েছে, তাই মরদেহে পচন ধরেছে। তবে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। একইসঙ্গে নিহতের পরিচয় ও হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত ১২ অক্টোবর ওই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। এর ঠিক দেড় মাস আগে ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। কিন্তু সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও নিহত ওই যুবকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।



Friday, December 19, 2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)ছাত্রদলের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)ছাত্রদলের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

  শীতের গভীর রাতে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

গত১৭ই ডিসেম্বর বুধবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকায় অবস্থানরত অসহায় মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তারা।

শীতবস্ত্র বিতরণেকালে এতে অংশ নিয়েছেন (জাবি)শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সরজমিন তথ্যসূত্র থেকে জানা যায়,ঢাকার অদূরে সাভার উপজেলাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)ক্যাম্পাসে রাজধানীর চাইতে অনেকটা বেশি শীত অনুভূত হওয়ার বিষয়টি লক্ষ করেন।

পরবর্তীতে ক্যাম্পাস ও আশপাশে অনেক অসহায় মানুষ আছেন, যাদের শীতবস্ত্র কিনার সামর্থটুকু নেই,যারা এই সময়ে গরম কাপড় না থাকায় কষ্ট অনুভূত হয়।

এসময় তাদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুটপাত,বাসস্ট্যান্ড ও খোলামেলা জায়গায় বসবাসরত ছিন্নমূল মানুষের হাতে কম্বল ও শীতের পোশাক তুলে দেন জাবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

এছাড়াও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে এক সাক্ষাৎকারে(জাবি)’র ছাত্রদল নেতা শফিকুল ইসলাম শফিক বলেন,মানবতারসেবা আমাদের রাজনীতির মূল শিক্ষা।

তাছাড়া প্রত্যেকটি ছিন্নমূল অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।শীতার্ত মানুষের মুখে সামান্য হাসি ফোঁটাতে পারলেই,আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে জানান তিনি।

এদিকে ছাত্রদল নেতা মোঃ হোসাইন আল রাশেদ বাদল বলেন,শীত মৌসুমে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিকদায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রধান করেন।

এসময় শীতবস্ত্র বিতরণকালেউপস্থিত ছিলেন,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়(জাবি)শাখার ছাত্র দলের আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক মুহিবুল্লাহ মুহিব মুস্তাইন বিল্লাহ ও সদস্য রফিকুল ইসলাম,হাবিবুর রহমান ,শামসুজ্জামান সায়েম,মির্জা সোহাগ,জাহিদ হাসান সাজ্জাদুল ইসলাম,অনন্যা ফারিয়া,নাইম,পারভেজ, তানিম,রাজু আহমেদ,বিপ্লবসহ প্রমুখ ও গণমাধ্যমসহ আরো অনেকেই

Saturday, December 13, 2025

মহান বিজয় দিবস সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করে ডিআইজি রেজাউল করিম মল্লিক

মহান বিজয় দিবস সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করে ডিআইজি রেজাউল করিম মল্লিক

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

মহান বিজয় দিবসকে সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, বিজয় দিবসে লাখো মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন ও নিরাপদ করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় পুলিশ, র‌্যাব, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে চার স্তরভিত্তিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি সিসিটিভি নজরদারি জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার। তিনি আরও বলেন, “বিজয় দিবসে সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে আসেন। সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা আগাম প্রস্তুতি নিয়েছি। ডিআইজি জানান, যানজট নিরসনে হেমায়েতপুর থেকেজাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষভাবে জোরদার করা হয়েছে। নির্ধারিত রুট ব্যবহার, বিকল্প সড়ক ও পার্কিং ব্যবস্থার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সন্দেহজনক ব্যক্তি বা বস্তু নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশ ও বের হওয়ার নির্দেশনা মানতে হবে এবং কর্তৃপক্ষের দেওয়া নিয়ম-কানুন অনুসরণ করতে হবে। “সবার সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ বিজয় দিবস উদযাপন করতে পারব,”—যোগ করেন তিনি। উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষে সাভার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার থাকবে বলে জানিয়েছে ঢাকা রেঞ্জ পুলিশ।

মহান বিজয় দিবসকে সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, বিজয় দিবসে লাখো মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন ও নিরাপদ করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় পুলিশ, র‌্যাব, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে চার স্তরভিত্তিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি সিসিটিভি নজরদারি জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার। তিনি আরও বলেন, “বিজয় দিবসে সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে আসেন। সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা আগাম প্রস্তুতি নিয়েছি। ডিআইজি জানান, যানজট নিরসনে হেমায়েতপুর থেকেজাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষভাবে জোরদার করা হয়েছে। নির্ধারিত রুট ব্যবহার, বিকল্প সড়ক ও পার্কিং ব্যবস্থার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সন্দেহজনক ব্যক্তি বা বস্তু নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবেশ ও বের হওয়ার নির্দেশনা মানতে হবে এবং কর্তৃপক্ষের দেওয়া নিয়ম-কানুন অনুসরণ করতে হবে। “সবার সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ বিজয় দিবস উদযাপন করতে পারব,”—যোগ করেন তিনি। উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ উপলক্ষে সাভার ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার থাকবে বলে জানিয়েছে ঢাকা রেঞ্জ পুলিশ।

Tuesday, December 9, 2025

দেশ ও জাতির সেবায় সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত নৌ বাহিনী প্রধান

দেশ ও জাতির সেবায় সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত নৌ বাহিনী প্রধান

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সব সময় পাশে থাকে বলে জানিয়েছেন নৌ বাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


নৌ বাহিনীর প্রধান বলেন, সশস্ত্র বাহিনী দেশ ও জাতির ক্রান্তিলগ্নেও পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের ক্লান্তিকালে সকল গুরুত্বপূর্ণ সময়ে দেশ সেবার মহান ব্রত নিয়ে বিএনসিসি অগ্রণী ভূমিকা পালন করেছে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মাকসুস, অ্যাসিস্ট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ পারসোনেল রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু স‌ঈদ আল মস‌উদসহ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Sunday, December 7, 2025

সাভারের পিংক সিটির দখলদারত্বের বিরুদ্ধে মানববন্ধন করে

সাভারের পিংক সিটির দখলদারত্বের বিরুদ্ধে মানববন্ধন করে

 

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে পিংক সিটির দখলদারিত্বের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গত ৫ই ডিসেম্বর শুক্রবার বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় এ মানববন্ধন করে ভুক্তভোগীরা।

এতে আমিনবাজারের কয়েকশ’নারী ও পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।এসময় মানববন্ধন থেকে পিংক সিটির সালাউদ্দিন ও লিমনের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবী জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন,উত্তর কাউন্দিয়া এলাকায় তার ৯০ শতাংশ জমি জোরপূর্বক ভাবে সন্ত্রাসীদের নিয়ে দখল করেন পিংক সিটির সালাউদ্দিন ও লিমন।

এসময় তারা জমি উদ্ধার করতে গেলে পিংক সিটির ভাড়াটে সন্ত্রাসীরা তাদেরকে মারধর করার চেষ্টা করে।পরে তারা সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরে আজ পিংসিটির সালাউদ্দিন ও লিমনের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন তারা।

এসময় অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার না করা হলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

স্থানীয়দের অভিযোগ পিংক সিটি সেখানে বিভিন্ন জমি দীর্ঘদিন ধরে বালু দিয়ে ভরাট করে আসছে প্রশাসন দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ উঠে।

এছাড়া অবিলম্বে এই দখলদারিত্বের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা।