Sunday, January 11, 2026

সাভারের ডিবির অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে

সাভারের ডিবির অভিযানে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

ঢাকার সাভারে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে, শুক্রবার রাতে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল জেলার মুলাদী থানার পশ্চিম চর লক্ষ্মীপুর গ্রামের মোতাহার মোল্লার ছেলে ইমরান হোসেন (২৭) ও একই জেলার মেহেন্দীগঞ্জ থানার কান্দিরাবাদ গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে বাবুল হাওলাদার (৪০)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর ইসলাম মানবজমিনকে জানান, সাভারের গেন্ডা এলাকায় এসআই মতিউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় ডাকাতিসহ একাধিক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আশুলিয়ার আসামিকে গ্রেপ্তার সময় পুলিশের উপর হামলা করে

আশুলিয়ার আসামিকে গ্রেপ্তার সময় পুলিশের উপর হামলা করে

 

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় জুলাই হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।রাত১১ টার সময় হামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামলার শিকার আশুলিয়া থানার পুলিশ সদস্য উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় এসআই মনিরুল ইসলাম আশুলিয়ার গোমাাইল বাংলাবাজার এলাকায় জুলাই হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে তিনি সহ আরো অনেকেই আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসাপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

Wednesday, January 7, 2026

আশুলিয়ায় ২০ বোতল বিদেশি মদসহ তিনজন কারবারি গ্রেপ্তার করে

আশুলিয়ায় ২০ বোতল বিদেশি মদসহ তিনজন কারবারি গ্রেপ্তার করে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল বিদেশি মদসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন এসআই মোঃ কাজী কামাল মিয়া ও তাঁর সঙ্গীয় ফোর্স। এসময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, নোয়াখালী জেলার সদর থানার সূর্য নারায়ণপুর এলাকার ফারুক মিয়ার ছেলে রুবেল ইসলাম রাশেদ (২০), শেরপুর জেলার সদর থানার আন্দারিয়া কামারপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে সোহাগ আহম্মেদ রাব্বি (২০) ও নোয়াখালী জেলার সদর থানার দামোধরপুর এলাকার দুলাল মিয়ার ছেলে নুর আলম (২৫)। গ্রেপ্তাররা পরিবার নিয়ে ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের গাছা থানা এলাকায় বসবাস করতেন। সেখানে থেকেই তারা আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানায়, পেশাদার তিন মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশ পিসিপিআর পর্যালোচনায় দেখা যায় আসামি রুবেলের দুটি এবং সোহাগের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

সাভার পৌরসভার ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে

সাভার পৌরসভার ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্রদলের অভিভাবক বর্তমান চেয়ারম্যান বিএনপি দলের তারেক রহমানের পক্ষ থেকে সাভারে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সাভার পৌরসভার ছাত্রদলের নেতা তাজ খান নাঈমের উদ্যোগে পৌর এলাকার ডগরমোড়া মাতৃবাগান মসজিদ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম ,সাবেক সাভার পৌরসভা কাউন্সিলর ৭ নং ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ আলী খান। ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন তানভির, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মাদ ইয়াসিন সরকার শাওন, সাভার পৌরসভা ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মোল্লা।  এছাড়াও উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাবের সভাপতি কামরুল হাসান,সাভার পৌরসভা ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোশারফ হোসেন মোল্লা, সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলি, সাভার পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি তাজুল ইসলামসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tuesday, January 6, 2026

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে যৌথ বাহিনীর  সাঁড়াশি অভিযান শুরু

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হতে যাচ্ছে। আজকের মধ্যেই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এখন থেকে সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে। সব বাহিনী প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যে বৈঠক হয়েছে এবং বিষয়টি সব হেডকোয়ার্টারকে জানানো হয়েছে। ইসি সানাউল্লাহ জানান, যৌথ বাহিনীর অভিযানের তিনটি মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথমত, নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রের যে সরবরাহ রয়েছে, তা উদ্ধার করা এবং যেগুলো উদ্ধার সম্ভব নয়, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহার না হয় তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীদের আচরণবিধিতে বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটলে তা কঠোরভাবে নজরদারিতে রাখা। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক করেন তিনি। বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে এবং স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি আরও জোরদার করতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীরা এসব পথ ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে। বিডি নিউজ ২৪-এর তথ্য সংগ্রহ ও প্রতিবেদনে উঠে এসেছে, নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে এবার প্রশাসন ও যৌথ বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে।

Sunday, January 4, 2026

সাভারের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করে

সাভারের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করে




আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি 

সাভারে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


নিহত দেলোয়ার হোসেন পেশায় একজন জুতা ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন স্থান থেকে জুতা সংগ্রহ করে স্থানীয় দোকানগুলোতে সরবারহ করতেন বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পর্যন্ত দেলোয়ার হোসেনকে নিজ ঘরে দেখা গেলেও সন্ধ্যার দিকে ঘরের ভেতরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, দুর্বৃত্তরা অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করেছে। নিহতের চোখ উপড়ে ফেলা হয় এবং তার লিঙ্গ কর্তন করা হয়, যা হত্যাকাণ্ডের ভয়াবহতা আরও বাড়িয়ে তোলে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।


ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং আলামত সংগ্রহ করে। হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, কারা কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।


 

সাভারের যুবলীগ নেতা ফয়সাল নাঈম তূর্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ

সাভারের যুবলীগ নেতা ফয়সাল নাঈম তূর্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি 

 সাভার আশুলিয়া ও উত্তরায় ধারাবাহিক নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এক যুবলীগ নেতাকে অবশেষে গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।


শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। 


গ্রেপ্তারকৃত ব্যক্তি সাভার থানা যুবলীগের সভাপতি প্রার্থী আহমেদ ফয়সাল নাঈম তুর্য (৩০)। তিনি মজিদপুর এলাকার বাসিন্দা এবং যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মৃত আবু আহমেদ নাসিম পাভেলের ছেলে।


পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের হওয়া আলোচিত ছয়টি মামলার আসামি তিনি। মামলায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে এলাকায় ভয়ভীতি সৃষ্টি, নাশকতা ও সহিংসতার অভিযোগ তার বিরুদ্ধে।


গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, সম্প্রতি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বারবার উঠে আসে আহমেদ ফয়সাল নাঈম তুর্যের নাম। এর প্রেক্ষিতে তার ভূমিকা যাচাই করে সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা দায়ের করা হয়।


শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকার একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আহমেদ ফয়সাল নাঈম তুর্যকে ৭ দিনের রিমান্ড সে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সহযোগী, অর্থের উৎস এবং পৃষ্ঠপোষকদের চিহ্নিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।


এব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, আহমেদ ফয়সাল নাঈম তুর্যের বিরুদ্ধে সাভার মডেল থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।