Wednesday, November 19, 2025

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিকবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাসের চালক রেজাউল ইসলাম ও মালিক সেলিম আহমেদ জানান, গাড়িটি ডিইপিজেড এলাকায় শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়।



বেলা সাড়ে ৪টার দিকে বাসটি আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে শ্রমিক নেওয়ার জন্য ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় আশুলিয়া থানা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ বাসের পেছনে আগুন দেখতে পান। পরে তিনি বাসের মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ মোস্তাফিজ রহমান জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে বাসটিকে নিরাপদে সরিয়ে নেন। তবে এ ব্যাপারে হাইওয়ে ও আশুলিয়া থানা পুলিশ কোনো কথা বলতে রাজি হয়নি।

Thursday, November 13, 2025

সাভারের নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে  বিক্ষোভ মিছিল করে খোরশেদ আলম

সাভারের নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিক্ষোভ মিছিল করে খোরশেদ আলম

 





আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন ও নাশকতা প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে সাভারের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাভারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সাভার সিটি সেন্টারে এসে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন বিরোধী স্লোগান দেন। এসময় খোরশেদ আলম বলেন,“নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি নেতাকর্মী ও যদি সাভারে নাশকতা করার চেষ্টা করে —তাহলে তার পরিণতি হবে ভয়াবহ!”সাভারকে অশান্ত করতে কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের পাশে, শান্তির পক্ষে আমরা সবসময় ঐক্যবদ্ধ। এসময় আরো উপস্থিত ছিলেন,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী,পৌর বিএনপির খান মজলিশ বাবু,সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক,২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইউনুস খান,৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা,পৌর ছাত্রদলের তাজ খান নাঈমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। মিছিল শেষে বাজার বাসস্ট্যান্ডের মডেল মসজিদ প্রাঙ্গণ ঘুরে সাভার সিটি সেন্টারে এসে শেষ হয়।

সাভারের  নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মী গ্রেপ্তার করে পুলিশ

সাভারের নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মী গ্রেপ্তার করে পুলিশ

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়া থানায় ১১ জন এবং ধামরাই থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।এদিকে গণ পরিবহনে পুলিশের তল্লাশিসহ টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশী তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়।

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এছাড়াও সেনাবাহিনী ও র‌্যাবের পক্ষ থেকে টহল অব্যাহত ছিলো।

তবে লকডাউনকে ঘিরে সাভার-আশুলিয়ার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মোঃ আরাফাতুল ইসলাম বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের লক্ষে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের প্রস্ততি রয়েছে।

আশুলিয়া বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর করে এলাকাজুড়ে উত্তেজনা

আশুলিয়া বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর করে এলাকাজুড়ে উত্তেজনা

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা সংগঠিতভাবে এ হামলা চালায়। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কার্যালয়ের ভেতরে ভাঙচুরের চিহ্ন। সেখানে ছিন্নভিন্ন পড়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির শীর্ষ নেতাদের ছবিসহ বিভিন্ন পোস্টার ও ব্যানার। চেয়ার, টেবিল ও আসবাবপত্রও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, সোমবার রাতের অন্ধকারে একদল মুখোশধারী দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আশপাশের কয়েকটি দোকানেও হামলা করে। তারা বলেন, এ হামলা পরিকল্পিতভাবে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে চালানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। হামলার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা। স্থানীয়দের দাবি, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে এলাকায় পুনরায় অস্থিরতা সৃষ্টি হতে পারে

Monday, November 10, 2025

শুক্রবার থেকে ২২ ঘণ্টা গ্যাস থাকবে না সাভার ও গাজীপুরে

শুক্রবার থেকে ২২ ঘণ্টা গ্যাস থাকবে না সাভার ও গাজীপুরে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভার ও গাজীপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় শুক্রবার সকাল ৯টা থেকে টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহে এই বিঘ্ন ঘটবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা গাজীপুরসহ সাভারের কিছু এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো- কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও এর কাছাকাছি এলাকা। অস্থায়ী এই দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের বিকল্প প্রস্তুতি নিয়ে রাখতে অনুরোধ জানিয়েছে।

ধানের শীষের পক্ষে সাভার পৌরসভা ছাত্রদলের নেতা নাঈম  ব্যাপক গণসংযোগ করে

ধানের শীষের পক্ষে সাভার পৌরসভা ছাত্রদলের নেতা নাঈম ব্যাপক গণসংযোগ করে

 




আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে সাভার পৌর ছাত্রদল।৭ই নভেম্বর শুক্রবার বিকেলে সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগটি আইচানোদ্দা সুরমা গার্মেন্টসের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পাকিজা ইয়ামিন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এতে পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এসময় ব্যানার-ফেস্টুন হাতে স্লোগান তোলেন তারা—তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত,তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক,সবার আগে বাংলাদেশ ইত্যাদি।সমাবেশ শেষে ছাত্রদল নেতা তাজ খান নাঈম বলেন,দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ গণমানুষের দলে পরিণত হয়েছে।

আমরা তরুণ প্রজন্ম ঐক্য বদ্ধভাবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাঠে আছি।তিনি আরও বলেন,বিএনপি পক্ষ থেকে ঢাকা-১৯ আসনে ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

আমরা বিশ্বাস করি,জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার করবে।গণ সংযোগ শেষে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

সাভারের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার করে পুলিশ

সাভারের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার করে পুলিশ

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে নাশকতার চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) বিকেলে এক ‘প্রেস বিজ্ঞপ্তির’ মাধ্যমে এ তথ্য জানান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা দেশ অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্রসহ ধ্বংসাত্মক কর্মকান্ডের পরিকল্পনার উদ্দেশ্যে মহাসড়কে সমবেত হয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে।

সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তারা। পরবর্তীতে বিশেষ অভিযান চালিয়ে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে শেখ হাসিনাসহ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের ছবি সম্বলিত একটি ব্যানার জব্দ করে পুলিশ। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা জানান, গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের সক্রিয় কর্মী। আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি