Thursday, November 20, 2025

সাভারের ইটভাটা শ্রমিকদের আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে

সাভারের ইটভাটা শ্রমিকদের আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি:

ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষিত ঢাকা জেলার সাভার উপজেলায় সব ইটভাটায় উৎপাদন কার্যক্রম বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভাটা মালিক ও শ্রমিকরা। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সড়ক ব্যবহারকারীরা চরম ভোগান্তির কবলে পড়েন। পরে আড়াই ঘণ্টা পর তাঁরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পযর্ন্ত আমিন বাজার ভাঙাব্রিজ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। জানা গেছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের প্রতিবাদ ও ভাটাগুলো সচল রাখার দাবিতে আমিনবাজার ভাঙাব্রিজ এলাকায় সকাল থেকেই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভাটা মালিক ও শ্রমিকরা। এতে ব্যস্ত এই মহাসড়কের উভয় লেনে দীর্ঘ ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজটেের সৃষ্টি হয়। এসময় চরম ভোগান্তির কবলে পড়েন ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহারকারীরা। পুলিশ জানায়, বিক্ষোভের খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ বিবেচনায় তারা অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, ইটভাটা সচল রাখার দাবিতে ভাটার মালিক-শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বায়ুদূষণ গুরুতর আকার ধারণ করায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্দিষ্ট এলাকা হিসেবে ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ হিসেবে ঘোষণা করে সরকার। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান গত ১৭ আগস্ট এ বিষয়ে একটি পরিপত্র জারি করেন। পরিপত্রে বলা হয়, সাভারের বায়ুমানের বার্ষিক গড় মাত্রা জাতীয় নির্ধারিত মানমাত্রার প্রায় তিন গুণ বেশি। শুষ্ক মৌসুমে, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ু সাভারের এই দূষণকে ঢাকায় নিয়ে আসে, যা রাজধানীর মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনার অংশ হিসেবে এই ঘোষণার ফলে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া অন্য সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণকারী নতুন শিল্পকারখানা স্থাপনের জন্য অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র দেওয়াও নিষিদ্ধ করা হয়।



সাভারের তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে  দুস্থ–অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করে

সাভারের তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ–অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলমের উদ্যোগে সাভারে ৬০ জন দুস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় লায়ন মোঃ খোরশেদ আলমের নিজ বাসভবনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এসময় খোরশেদ আলমের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খোরশেদ আলমের এই উদ্যোগ সাভারবাসীর কাছে মাইলফলক হয়ে থাকবে।” লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, “রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।” অনুষ্ঠানে আগত অতিথিরাও বক্তব্য রাখেন এবং জন্মদিনকে মানবিক সেবায় উৎসর্গ করার এই উদ্যোগের প্রশংসা করেন। লায়ন মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সাভার পৌরসভা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল গফুর বাবুল, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী

সাভার পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ আক্তার হোসেন ব্যাপারী, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইউনুস খান ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোশারফ হোসেন মোল্লাসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের তাজ খান নাঈম।

Wednesday, November 19, 2025

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি :

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিকবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাসের চালক রেজাউল ইসলাম ও মালিক সেলিম আহমেদ জানান, গাড়িটি ডিইপিজেড এলাকায় শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়।



বেলা সাড়ে ৪টার দিকে বাসটি আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে শ্রমিক নেওয়ার জন্য ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় আশুলিয়া থানা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ বাসের পেছনে আগুন দেখতে পান। পরে তিনি বাসের মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ মোস্তাফিজ রহমান জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে বাসটিকে নিরাপদে সরিয়ে নেন। তবে এ ব্যাপারে হাইওয়ে ও আশুলিয়া থানা পুলিশ কোনো কথা বলতে রাজি হয়নি।

Thursday, November 13, 2025

সাভারের নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে  বিক্ষোভ মিছিল করে খোরশেদ আলম

সাভারের নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিক্ষোভ মিছিল করে খোরশেদ আলম

 





আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন ও নাশকতা প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে সাভারের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাভারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সাভার সিটি সেন্টারে এসে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন বিরোধী স্লোগান দেন। এসময় খোরশেদ আলম বলেন,“নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি নেতাকর্মী ও যদি সাভারে নাশকতা করার চেষ্টা করে —তাহলে তার পরিণতি হবে ভয়াবহ!”সাভারকে অশান্ত করতে কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের পাশে, শান্তির পক্ষে আমরা সবসময় ঐক্যবদ্ধ। এসময় আরো উপস্থিত ছিলেন,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী,পৌর বিএনপির খান মজলিশ বাবু,সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক,২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইউনুস খান,৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা,পৌর ছাত্রদলের তাজ খান নাঈমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। মিছিল শেষে বাজার বাসস্ট্যান্ডের মডেল মসজিদ প্রাঙ্গণ ঘুরে সাভার সিটি সেন্টারে এসে শেষ হয়।

সাভারের  নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মী গ্রেপ্তার করে পুলিশ

সাভারের নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মী গ্রেপ্তার করে পুলিশ

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়া থানায় ১১ জন এবং ধামরাই থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।এদিকে গণ পরিবহনে পুলিশের তল্লাশিসহ টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশী তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়।

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এছাড়াও সেনাবাহিনী ও র‌্যাবের পক্ষ থেকে টহল অব্যাহত ছিলো।

তবে লকডাউনকে ঘিরে সাভার-আশুলিয়ার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মোঃ আরাফাতুল ইসলাম বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের লক্ষে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের প্রস্ততি রয়েছে।

আশুলিয়া বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর করে এলাকাজুড়ে উত্তেজনা

আশুলিয়া বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর করে এলাকাজুড়ে উত্তেজনা

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা সংগঠিতভাবে এ হামলা চালায়। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কার্যালয়ের ভেতরে ভাঙচুরের চিহ্ন। সেখানে ছিন্নভিন্ন পড়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির শীর্ষ নেতাদের ছবিসহ বিভিন্ন পোস্টার ও ব্যানার। চেয়ার, টেবিল ও আসবাবপত্রও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, সোমবার রাতের অন্ধকারে একদল মুখোশধারী দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আশপাশের কয়েকটি দোকানেও হামলা করে। তারা বলেন, এ হামলা পরিকল্পিতভাবে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে চালানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। হামলার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা। স্থানীয়দের দাবি, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে এলাকায় পুনরায় অস্থিরতা সৃষ্টি হতে পারে

Monday, November 10, 2025

শুক্রবার থেকে ২২ ঘণ্টা গ্যাস থাকবে না সাভার ও গাজীপুরে

শুক্রবার থেকে ২২ ঘণ্টা গ্যাস থাকবে না সাভার ও গাজীপুরে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভার ও গাজীপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় শুক্রবার সকাল ৯টা থেকে টানা ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহে এই বিঘ্ন ঘটবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা গাজীপুরসহ সাভারের কিছু এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকাগুলো হলো- কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, জিরাবো ও এর কাছাকাছি এলাকা। অস্থায়ী এই দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের বিকল্প প্রস্তুতি নিয়ে রাখতে অনুরোধ জানিয়েছে।