আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় একটি শ্রমিকবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাসের চালক রেজাউল ইসলাম ও মালিক সেলিম আহমেদ জানান, গাড়িটি ডিইপিজেড এলাকায় শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হয়।
বেলা সাড়ে ৪টার দিকে বাসটি আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে শ্রমিক নেওয়ার জন্য ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় আশুলিয়া থানা এলাকায় পৌঁছালে চালক হঠাৎ বাসের পেছনে আগুন দেখতে পান। পরে তিনি বাসের মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ মোস্তাফিজ রহমান জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে বাসটিকে নিরাপদে সরিয়ে নেন। তবে এ ব্যাপারে হাইওয়ে ও আশুলিয়া থানা পুলিশ কোনো কথা বলতে রাজি হয়নি।