Sunday, January 4, 2026

সাভারের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করে

সাভারের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করে




আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি 

সাভারে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


নিহত দেলোয়ার হোসেন পেশায় একজন জুতা ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন স্থান থেকে জুতা সংগ্রহ করে স্থানীয় দোকানগুলোতে সরবারহ করতেন বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পর্যন্ত দেলোয়ার হোসেনকে নিজ ঘরে দেখা গেলেও সন্ধ্যার দিকে ঘরের ভেতরে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।


প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, দুর্বৃত্তরা অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করেছে। নিহতের চোখ উপড়ে ফেলা হয় এবং তার লিঙ্গ কর্তন করা হয়, যা হত্যাকাণ্ডের ভয়াবহতা আরও বাড়িয়ে তোলে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।


ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং আলামত সংগ্রহ করে। হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা, ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, কারা কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সাথে এলাকায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।


 

সাভারের যুবলীগ নেতা ফয়সাল নাঈম তূর্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ

সাভারের যুবলীগ নেতা ফয়সাল নাঈম তূর্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি 

 সাভার আশুলিয়া ও উত্তরায় ধারাবাহিক নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এক যুবলীগ নেতাকে অবশেষে গ্রেপ্তার ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।


শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। 


গ্রেপ্তারকৃত ব্যক্তি সাভার থানা যুবলীগের সভাপতি প্রার্থী আহমেদ ফয়সাল নাঈম তুর্য (৩০)। তিনি মজিদপুর এলাকার বাসিন্দা এবং যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মৃত আবু আহমেদ নাসিম পাভেলের ছেলে।


পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের হওয়া আলোচিত ছয়টি মামলার আসামি তিনি। মামলায় তার প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে এলাকায় ভয়ভীতি সৃষ্টি, নাশকতা ও সহিংসতার অভিযোগ তার বিরুদ্ধে।


গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, সম্প্রতি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বারবার উঠে আসে আহমেদ ফয়সাল নাঈম তুর্যের নাম। এর প্রেক্ষিতে তার ভূমিকা যাচাই করে সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা দায়ের করা হয়।


শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকার একটি ভাড়া বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আহমেদ ফয়সাল নাঈম তুর্যকে ৭ দিনের রিমান্ড সে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সহযোগী, অর্থের উৎস এবং পৃষ্ঠপোষকদের চিহ্নিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।


এব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, আহমেদ ফয়সাল নাঈম তুর্যের বিরুদ্ধে সাভার মডেল থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tuesday, December 30, 2025

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন



জাহিদুল ইসলাম জিতু ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বাড়ির জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় মান্নান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। রবিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মান্নান মিয়ার মৃত্যু হয়।  তিনি ধামরাই উপজেলার কুশরা ইউনিয়নের বৈন্যা গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে। আহতরা হলেন— জুয়েল (৪০), তার স্ত্রী রুমা বেগম (৩২) এবং তাদের ছেলে আলামিন (১৬)। স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে মান্নান মিয়ার সঙ্গে তার ভাই নেওয়াজ আলীর পরিবারের জমির সীমানা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে মান্নান মিয়া গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের কন্যা রুমা বেগম অভিযোগ করে বলেন, “বাড়ির জমি নিয়ে বৃহস্পতিবার আমাকে মারধর করা হয়। শনিবার আমার স্বামী ও বাবা প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। আমি ও আমার ছেলে উদ্ধার করতে গেলে আমাদেরও মারধর করা হয়। পরে বাবাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।

Monday, December 29, 2025

ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিলেন ১০ জন এমপি প্রার্থী

ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিলেন ১০ জন এমপি প্রার্থী

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে ৯জন দলীয় প্রতীকে এবং ১জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। সোমবার (২৯ ডিসেম্বর) ছিল এই জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীরা সশরীর উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। দলীয় প্রতীকে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ,বাংলাদেশ জামায়াত ইসলামী মো: আফজাল হোসাইন,গণঅধিকার পরিষদ (জিওপি) শেখ শওকত হোসেন,জাতীয় পার্টি মোঃ বাহাদুর ইসলাম,ন্যাশনাল পিপলস পার্টি মোঃ ইসরাফিল হোসেন সাভারী,ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ ফারুক খান,খেলাফত মজলিস’র এ. কে. এম এনামুল, বাংলাদেশ মুসলিম লীগ মোঃ কামরুল,এলডিপি’র চৌধুরী হাসান সারওয়ার্দী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হারুনুর রশিদ। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, আগামী ৩০ ডিসেম্বর থেকে ০৪ জানুয়ারী মনোনয়নপত্র যাচাই–বাছাই হবে। সেদিন জানা যাবে এই নির্বাচনে কে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, কে পারবেন না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারী।২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে।এছাড়াও একই দিনে হা ভোট ও না ভোট অনুষ্ঠিত হবে।

Sunday, December 28, 2025

মানিকগঞ্জ দুই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল  শান্ত।

মানিকগঞ্জ দুই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল শান্ত।

 


স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–২ (সিংগাইর, হরিরামপুর সদর আংশিক ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তিনি।
আজ রোববার সকালে তিনি সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খায়রুন্নাহারের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন,এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাহিদ হোসেন, সহকারী উপজেলা নির্বাচন অফিসার, মোঃ রবিউল ইসলাম। এসময় আরোও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপিরর সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ন সম্পাদক রিয়াজুল ইসলাম, চান্দহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তানভির সরদার ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত'র ছেলে শায়ান আরমেন খান সহ অনেকই।
সাভার জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন করে

সাভার জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন করে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে অন্য বিচারপতিদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনুসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



Wednesday, December 24, 2025

সাভারের ছাত্র হত্যা মামলার  আসামি ফারুককে গ্রেপ্তার করে পুলিশ

সাভারের ছাত্র হত্যা মামলার আসামি ফারুককে গ্রেপ্তার করে পুলিশ

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার সাভারে গুলি করে মানুষ হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামী মোঃ ফারুক হোসেন (৫০) ওরফে মাইছা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীনর ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আমিনবাজার ক্যাম্পের ইনচার্য মোঃ জাকির হোসেন।

গ্রেপ্তারকৃত ফারুক হোসেন ঢাকা জেলার আশুলিয়া থানার ঘুঘুদিয়া গ্রামের আকত আলীর ছেলে এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য।

সে মাছ ব্যবসার আড়ালে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে মাদক সিন্ডিকেড পরিচালনার মাধ্যমে শত কোটির টাকার মালিক বনে গিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভার নিউমার্কেটের সামনে কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্র আব্দুল কাইয়ুমকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৩১ নম্বর আসামী ফারুক হোসেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর থকে আত্মগোপনে চলে যায়।

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই মোঃ জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাভার নিউমার্কেটের সামনে কুমিল্লা ইউনিভার্সিটি ছাত্র কাইয়ুম হত্যা মামলার ৩১ নাম্বার আসামি ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র জনতার হত্যার ঘটনায় আরও দুটি মামলা রয়েছে।

এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বুধবার দুুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।