আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভার ও আশুলিয়া অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রেমিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর। গ্রেফতাররা হলেন: আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরেরের মোল্লাপাড়া এলাকার গিয়াস ওরফে ইমরাস মোল্লার ছেলে অভি রহমান (১৬), একই এলাকার মোকন্দ চন্দ্র দাসের ছেলে সমির দাস (২৫) ও মেহেদী হাসানের ছেলে শুভ ইসলাম (১৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তার কিশোর প্রেমিক অভি রহমান আশুলিয়ার ইয়ারপুর এলাকার একটি সাউন্ড সিস্টেম দোকানের কর্মচারী। গত রাতে কৌশলে সে ভুক্তভোগীকে দোকানে ডেকে নেয়। একপর্যায়ে দুই সহযোগীসহ তারা কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরে ভোরের দিকে ছাড়া পেয়ে ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সকালে অভিযান চালিয়ে ইয়ারপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, গ্রেপ্তারকৃতদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ ছাড়া ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।