Wednesday, April 30, 2025

সাভারের তৃতীয় শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ

সাভারের তৃতীয় শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি 


ঢাকার সাভারে তৃতীয় শ্রেণির (১০) এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. মমতাজ (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধর্ষণের শিকার ওই শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল ঘটনার দিন বিকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আইঠর গ্রামের বৃদ্ধ মমতাজ ওই শিশুটির বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষক। পরে শিশুটির বাবা-মা বাড়ি ফিরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করে শিশুটি সমস্ত ঘটনা খুলে বলে মাকে। তাৎক্ষণিক লোক লজ্জার ভয়ে মেয়েটিকে নিজ গ্রামের বাড়ি মানিকগঞ্জ পাঠিয়ে দেন তার বাবা-মা কিন্তু সেখানেও শিশুটির শারিরীক অবস্থা অবনতি হওয়ায় তাকে মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করে।

ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বলেন, অভিযুক্ত মমতাজ সম্পর্কে তার চাচাতো চাচা হয় সে হিসেবে ভুক্তভোগী শিশুটি তার নাতনী। সেই সুত্রেই তাদের বাড়িতে যাতায়াত ছিল। ঘটনার দিন শিশুটিকে বাড়িতে রেখে তিনি দিনমুজুরীর কাজে যান এবং শিশুটির মা বাড়ির পাশের জমিতে শাক তুলতে যাওয়ায় ফাঁকা বাড়িতে একা পেয়ে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে অভিযুক্ত মমজাত। পরবর্তীতে ঘটনা জানার পর লোকলজ্জার ভয়ে এবং অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় শিশুটিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু সেখানে তার শারিরীক অবস্থার আরও অবনতি হলে তাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি আমার মেয়ের এতবড় ক্ষতি যে করেছে তার সর্বোচ্চ শাস্তি চাই। 

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই শিশুর পিতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছি।

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ এক জন গ্রেপ্তার

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ এক জন গ্রেপ্তার

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাসুদ (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবে-৪ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, জামগড়া এলাকায় বেশ কিছু সন্ত্রাসী একটি বাসায় আশ্রয় নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসী মাসুদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সেখানে তল্লাশি করে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, কয়েকটি বিদেশি মদের বোতল ও কয়েকটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

চক্রের বাকী সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানায় র‍্যাব। এ চক্রের সদস্যরা এলাকায় মাদক ব্যাবসা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও জানায় র‍্যাব।

Monday, April 28, 2025

সাভার পৌরসভা ৮ ওয়ার্ড  তাফসীরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়

সাভার পৌরসভা ৮ ওয়ার্ড তাফসীরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি  


সাভার পৌরসভার রাজাশন ঘাসমহল এলাকায় চতুর্থ বাৎসরিক তাফসীরুল কুরআন মাহ্ফিল ২০২৫। রোববার (২৭ এপ্রিল) রাতে আলবেদা বাইতুন নূর জামে মসজিদ কমিটির উদ্যোগে এ তাফসীরুল কুরআন মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

 মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। 


 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম ও ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।

 আলবেদা বাইতুন নূর জামে মসজিদ কমিটির সভাপতি মোঃ কাঞ্চন আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও শাইখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব।


 বিশেষ বক্তা ছিলেন সাভারের তেঁতুলঝোড়া শাহী জামে মসজিদের খতিব মুফতি জুবায়ের বিন সাঈদ (নড়াইল) ও সাভারের জামিয়া দারুল আমান এর প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি নাজমুল হাসান বিন নূরী।
সাভারের  সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩জন

সাভারের সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩জন

 



আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি 

সাভারে দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় নারীসহ দুইজন পথচারী নিহত হয়েছেন। এছাড়া দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সাথে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ওই বাসের হেলপারের মৃত্যু হয়। এঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে সাভার হাইওয়ে পুলিশ।


সোমবার (২৮ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ওই বাসের হেলপারের মৃত্যু হয়। এরআগে রোববার দিবাগত মধ্যরাতে একই মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় প্রাইভেটকারের চাপায় নারীসহ দুই পথচারীর মৃত্যু হয়।


প্রাইভেটকারের ধাক্কায় নিহত পথচারীরা হলেন- হৃদয় চন্দ্র দাশ (২০) ও অর্চণা রানী আরতি (৩০)। এছাড়া নাবিল পরিবহনের হেলপার আনোয়ারুল ইসলাম (৩০)।


সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, গতরাতে দ্রুতগতির একটি প্রাইভেটকারের চাপায় নারীসহ দুইজন ও আজ সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কায় নাবিল পরিবহনের হেলপারসহ ৩ জনের মৃত্যু হয়েছে। দুটি ঘটনায় কাউকে আটক করতে না পারলেও দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে। এছাড়া মরদেহগুলো উদ্ধার করে নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

সাভারের প্রথম স্ত্রীর চাপে অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে স্বামী গ্রেফতার

সাভারের প্রথম স্ত্রীর চাপে অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে স্বামী গ্রেফতার




আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি


প্রথম স্ত্রীর চাপে চার মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় ঘাতক স্বামী গ্রেপ্তার। নিহত তানিয়া আক্তার (২৪) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নুরুল হকের মেয়ে। 

গ্রেপ্তার সোহাগ মোল্লা (৩৫) নওগাঁ সদর থানার খিদীরপুর বাছের আলী মোল্লার ছেলে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। 

 এরআগে, গত শুক্রবার সাভারের বিরুলিয়া এলাকার একটি বাঁশঝাড় থেকে অর্ধনগ্ন অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ তার পরিচয় শনাক্তের পর নিহতের বাবা হত্যা মামলা করেন। পরে পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে সন্দেহভাজন হিসেবে দ্বিতীয় স্বামী সোহাগকে শনিবার দিবাগত রাতে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

 শাহীনুর কবির জানান, একই কারখানায় কাজ করার সুবাদে সোহাগ ও তানিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তানিয়া তাঁর প্রথম স্বামীকে তালাক দিয়ে গত বছর সোহাগকে বিয়ে করে আশুলিয়ায় ভাড়াবাসায় সংসার শুরু করেন।

 এদিকে সোহাগের প্রথম স্ত্রী দ্বিতীয় সম্পর্কের বিষয়টি জেনে গেলে এ নিয়ে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। দ্বিতীয় স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্কের অপবাদ এনে প্রথম স্ত্রী সোহাগের ওপর চাপ সৃষ্টি করে। 

একপর্যায়ে চার মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রী তানিয়া সন্তান নেওয়ার কথা বললে তাতে অস্বীকৃতি জানান সোহাগ। 

 এসব জেরেই তানিয়াকে বেড়ানোর কথা বলে ঘটনাস্থলে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে মৃত্যু নিশ্চিত করতে গলায় ওড়না পেঁচিয়ে অর্ধনগ্ন মরদেহ ফেলে পালিয়ে যায়। এঘটনায় সাভার মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছে সোহাগ মোল্লা।

Saturday, April 26, 2025

সাভার ও আশুলিয়ায় যুবদলের আলোচনা সভা ও লিফলেট বিতরণ করে

সাভার ও আশুলিয়ায় যুবদলের আলোচনা সভা ও লিফলেট বিতরণ করে

 



আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশ পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।



আলোচনা সভায় মোহাম্মদ আইয়ুব খান বলেন, ‘ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এই ৩১ দফার কোনো বিকল্প নেই।’ তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান, মোস্তফা কামাল সরদার, আব্বাস উদ্দিন পাপ্পু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান টিটু, আব্দুল মান্নান, আমিনুর রশিদ তুহিন এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক সাভার পৌরসভার যুবদলের পলাশ, সাভার পৌর যুবদলের আবদুল মালেকসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী।



আলোচনা শেষে নেতাকর্মীরা স্থানীয় জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা ৩১ দফা বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাভারের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬৮জন শিশু-কিশোর দিলেন খোরশেদ আলম

সাভারের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেলেন ৬৮জন শিশু-কিশোর দিলেন খোরশেদ আলম

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি 

 সাভারের টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেল পৌর এলাকার ১২ জন শিশু-কিশোর।

 তাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া আরো ৫১ জনকে স্কুল ব্যাগ ও ছাতাসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। 

 শুক্রবার (২৫ এপ্রিল ) বিকেলে পৌরসভার সোবহানবাগের এপন সিটিতে সোবহানবাগ জামে মসজিদ ও সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এসব পুরস্কার দেওয়া হয়। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত থেকে শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ও সাভার পৌরসভা মেয়র জনপ্রিয় পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।

 

প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, শিশুদের চরিত্র গঠনে এটি একটি চমৎকার উদ্যোগ। আমাদের সমাজে যখন মাদকের ছড়াছড়ি তখন নামাজ পড়ার প্রতিযোগিতা একটি প্রশংসনীয় আয়োজন।

আমি মনে করি, প্রতিযোগী শিশুরা নামাজে অভ্যস্ত হয়ে গেছে। তারা কোনো অন্যায় কাজে জড়াতে পারে না। এমন আয়োজন আমাদের সমাজে কিশোর গ্যাং মুক্ত করবে এবং শিশু কিশোরদের নামাজের বিষয়ে উদ্বুদ্ধ করবে।

 এসময় তিনি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় প্রতিযোগিতামূলক আয়োজন অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়।  

অনুষ্ঠানে সোবহানবাগ জামে মসজিদের সভাপতি এমএম মাজহারুল হক আমিনুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোঃ অলিউর রহমান উজ্জ্বল।  

অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পক, যুবদল নেতা ইউনুস খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

  এসময় পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলে, আমরা এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। আমরা নিয়মিত নামাজ আদায় করব।