Tuesday, December 30, 2025

ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

SHARE



জাহিদুল ইসলাম জিতু ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বাড়ির জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় মান্নান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন। রবিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মান্নান মিয়ার মৃত্যু হয়।  তিনি ধামরাই উপজেলার কুশরা ইউনিয়নের বৈন্যা গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে। আহতরা হলেন— জুয়েল (৪০), তার স্ত্রী রুমা বেগম (৩২) এবং তাদের ছেলে আলামিন (১৬)। স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে মান্নান মিয়ার সঙ্গে তার ভাই নেওয়াজ আলীর পরিবারের জমির সীমানা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে মান্নান মিয়া গুরুতর আহত হন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের কন্যা রুমা বেগম অভিযোগ করে বলেন, “বাড়ির জমি নিয়ে বৃহস্পতিবার আমাকে মারধর করা হয়। শনিবার আমার স্বামী ও বাবা প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। আমি ও আমার ছেলে উদ্ধার করতে গেলে আমাদেরও মারধর করা হয়। পরে বাবাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।

SHARE

Author: verified_user