Sunday, December 28, 2025

সাভার জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন করে

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে অন্য বিচারপতিদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনুসহ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



SHARE

Author: verified_user