Sunday, December 7, 2025

সাভারের পিংক সিটির দখলদারত্বের বিরুদ্ধে মানববন্ধন করে

SHARE

 

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে পিংক সিটির দখলদারিত্বের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গত ৫ই ডিসেম্বর শুক্রবার বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় এ মানববন্ধন করে ভুক্তভোগীরা।

এতে আমিনবাজারের কয়েকশ’নারী ও পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।এসময় মানববন্ধন থেকে পিংক সিটির সালাউদ্দিন ও লিমনের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবী জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন,উত্তর কাউন্দিয়া এলাকায় তার ৯০ শতাংশ জমি জোরপূর্বক ভাবে সন্ত্রাসীদের নিয়ে দখল করেন পিংক সিটির সালাউদ্দিন ও লিমন।

এসময় তারা জমি উদ্ধার করতে গেলে পিংক সিটির ভাড়াটে সন্ত্রাসীরা তাদেরকে মারধর করার চেষ্টা করে।পরে তারা সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরে আজ পিংসিটির সালাউদ্দিন ও লিমনের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন তারা।

এসময় অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার না করা হলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

স্থানীয়দের অভিযোগ পিংক সিটি সেখানে বিভিন্ন জমি দীর্ঘদিন ধরে বালু দিয়ে ভরাট করে আসছে প্রশাসন দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ উঠে।

এছাড়া অবিলম্বে এই দখলদারিত্বের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা।



SHARE

Author: verified_user