আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারে নাশকতার চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) বিকেলে এক ‘প্রেস বিজ্ঞপ্তির’ মাধ্যমে এ তথ্য জানান সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিরা দেশ অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্রসহ ধ্বংসাত্মক কর্মকান্ডের পরিকল্পনার উদ্দেশ্যে মহাসড়কে সমবেত হয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে।
সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তারা। পরবর্তীতে বিশেষ অভিযান চালিয়ে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে শেখ হাসিনাসহ আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের ছবি সম্বলিত একটি ব্যানার জব্দ করে পুলিশ। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জুয়েল মিঞা জানান, গ্রেপ্তাররা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের সক্রিয় কর্মী। আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি