Thursday, November 13, 2025

সাভারের নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিক্ষোভ মিছিল করে খোরশেদ আলম

SHARE

 





আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন ও নাশকতা প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে সাভারের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সাভারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে সাভার সিটি সেন্টারে এসে শেষ হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন বিরোধী স্লোগান দেন। এসময় খোরশেদ আলম বলেন,“নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি নেতাকর্মী ও যদি সাভারে নাশকতা করার চেষ্টা করে —তাহলে তার পরিণতি হবে ভয়াবহ!”সাভারকে অশান্ত করতে কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের পাশে, শান্তির পক্ষে আমরা সবসময় ঐক্যবদ্ধ। এসময় আরো উপস্থিত ছিলেন,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী,পৌর বিএনপির খান মজলিশ বাবু,সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক,২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইউনুস খান,৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা,পৌর ছাত্রদলের তাজ খান নাঈমসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। মিছিল শেষে বাজার বাসস্ট্যান্ডের মডেল মসজিদ প্রাঙ্গণ ঘুরে সাভার সিটি সেন্টারে এসে শেষ হয়।

SHARE

Author: verified_user