Thursday, November 13, 2025

সাভারের নিষিদ্ধ আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মী গ্রেপ্তার করে পুলিশ

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়া থানায় ১১ জন এবং ধামরাই থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।এদিকে গণ পরিবহনে পুলিশের তল্লাশিসহ টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশী তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়।

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। এছাড়াও সেনাবাহিনী ও র‌্যাবের পক্ষ থেকে টহল অব্যাহত ছিলো।

তবে লকডাউনকে ঘিরে সাভার-আশুলিয়ার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মোঃ আরাফাতুল ইসলাম বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের লক্ষে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের প্রস্ততি রয়েছে।

SHARE

Author: verified_user