Thursday, November 13, 2025

আশুলিয়া বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর করে এলাকাজুড়ে উত্তেজনা

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা সংগঠিতভাবে এ হামলা চালায়। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কার্যালয়ের ভেতরে ভাঙচুরের চিহ্ন। সেখানে ছিন্নভিন্ন পড়ে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির শীর্ষ নেতাদের ছবিসহ বিভিন্ন পোস্টার ও ব্যানার। চেয়ার, টেবিল ও আসবাবপত্রও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, সোমবার রাতের অন্ধকারে একদল মুখোশধারী দুর্বৃত্ত অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং আশপাশের কয়েকটি দোকানেও হামলা করে। তারা বলেন, এ হামলা পরিকল্পিতভাবে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে চালানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। হামলার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার দায়িত্বশীল কর্মকর্তারা। স্থানীয়দের দাবি, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে এলাকায় পুনরায় অস্থিরতা সৃষ্টি হতে পারে

SHARE

Author: verified_user