Monday, November 10, 2025

সাভারের বিএনপি'র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়

SHARE

 



আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে জনসমুদ্রে পরিনত হয়েছিল দীর্ঘদিন পর আসন্ন নির্বাচন কে সামনে রেখে এমন সভায় অংশগ্রহণ ও একনজর দেখার জন্য সাভার আশুলিয়ার নেতা কর্মীর পাশাপাশি উপস্থিত ছিলেন হাজারো সাধারণ মানুষ রবিবার (৯নভেম্বর) দুপুরে পৌরসভার তারাপুর কলেজ মাঠে,   জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় কানায় কানায় লোকে লোকারণ্য পরিণত হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি র দলীয় মনোনীত প্রার্থীর পক্ষ হয়ে কাজ করার লক্ষ্যে সাভার উপজেলার বিএনপির নেতাকর্মীরা সকলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় সেখানে পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন খান বিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

পৌর বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জান বদির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কফিল উদ্দিন, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, ঢাকা জেলার শ্রমিক দলের সভাপতি হাজী মোঃ দীন ইসলাম, আশুলিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল গফুর, ঢাকা জেলা সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মইনুদ্দিন খান বিপ্লব ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি, সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আশেক আলী মোল্লা, সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আক্তার বেপারী, ২ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আবু মোল্লা , ৪ নং ওয়ার্ডের বিএনপির জয়দেব সাহা, সহ সাভার ও আশুলিয়ার অন্যান্য নেতা কর্মীরা। এসময় বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে বিজয়ের লক্ষ্য কাজ করার ঘোষণা দেন।

SHARE

Author: verified_user