Tuesday, November 4, 2025

সাভারের ৫টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ১০ লাখ টাকা জরিমানা করা হয়

SHARE


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

: সাভারে অবৈধভাবে পরিচালিত ৫টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় ১০ লাখ টাকা জরিমানাসহ অবৈধ চিমনি গুঁড়িয়ে দেওয়া ও ইটভাটাগুলো বন্ধ রাখার নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ আইন ভঙ্গ করে সাভারে ১০৬টি ইটভাটা দীর্ঘদিন ধরে চলছে এবং ঢাকাসহ আশপাশের এলাকায় মারাত্মক দূষণ সৃষ্টি করছে। আজ ৫টি ইটভাটায় অভিযান পরিচালনা করে অবৈধ চিমনি গুঁড়িয়ে দেওয়াসহ ইটভাটাগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এদিকে স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিচালিত এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, ধোঁয়ায় ভরা বাতাসের কারণে কৃষিজমি ও মানুষের স্বাস্থ্য ক্ষতির মুখে পড়েছিল। এই পদক্ষেপে স্বস্তি ফিরছে এলাকায়।

SHARE

Author: verified_user