আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
আজ শুক্রবার (৩১অক্টোবর) ৩টার নির্ধারিত সময় খেলা শুরু হয় সাভার পৌরসভা ছায়াবিথী এলাকায় এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় মোট ১২ টিম অংশগ্রহণ করে হাসান টাঙ্গাইল এক্সপ্রেস বনাম রায়হান ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন এলাকার উৎসবমুখর মানুষ দর্শক সাড়িতে বসে খেলাটি উপভোগ করেন। খেলায় নির্ধারিত সময়ে ২/২ গোলে সমাপ্ত হয়। পরবর্তীতে টাইব্রেকারে মাধ্যমে, হাসান টাঙ্গাইল এক্সপ্রেস, বিজয়ী হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, ১৬ বছর সাভারে খেলাধুলা ছিলো না এখন খেলাধুলায় প্রাণ ফিরে পেয়েছে যুবসমাজের উদ্যোগে বলতে চাই মাদক থেকে বিরত থাকো খেলাধুলায় ফিরে আসো। তিনি আরো বলেন আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়ে জয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ থাকবো সকলকে।
পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার দলিলে লেখক কল্যাণ সমিতির সভাপতি মো আক্তার বেপারী, বিশিষ্ট ক্রীড়াবিদ চম্পক, মোশারফ হোসেন মোল্লা, হযরত আলী, মোঃ রাশেদুজ্জামান বাচ্চু, জাহিদুল ইসলাম জুয়েল সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।