আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধি
সাভারে পাকা রাস্তা ও ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে পৌরসভার রেডিও কলোনী ও রাজাশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অভিযানটি চালায়। দলের অন্য সদস্যরা হলেন উপ-সহকারী পরিচালক অমিজিৎ দে ও বিলকিস বানু।
অভিযান শেষে সাংবাদিকদের সহকারী পরিচালক আরিফ আহমেদ জানান, সাভারের বিভিন্ন এলাকায় পৌরসভার অর্থায়নে এক কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে একটি প্যাকেজে তিনটি রাস্তা ও একটি ড্রেন নির্মাণের টেন্ডার দেওয়া হয়। এই কাজটি পায় ‘শিকদার কনস্ট্রাকশন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
কিন্তু কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, যেখানে ডাবল রডের জালি ব্যবহার করার কথা, সেখানে ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল রডের জালি। ফলে নির্মাণ কাজে অনিয়ম স্পষ্টভাবে ধরা পড়েছে।
এই অনিয়মের বিষয়ে দুদক কর্মকর্তা জানান, শিগগিরই ঠিকাদার কাদের শিকদার ও সাভার পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
0 comments: