Monday, April 7, 2025

সাভারে ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর সমাবেশ

SHARE

 



আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধি



গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা জেলা শাখা।

সোমবার বিকেলে সাভার মডেল মসজিদের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে গিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা মো. দেলোয়ার হোসাইন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন। এতে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার এবং আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

বক্তব্যে ঢাকা-১৯ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাসান মাহবুব মাস্টার বলেন, “ইসরায়েলের নৃশংস হামলায় ফিলিস্তিনে নারী-শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ নিহত হচ্ছে। এ মানবতাবিরোধী অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও কঠোর অবস্থান নেওয়া জরুরি।”

সভাপতির বক্তব্যে জেলা আমীর দেলোয়ার হোসাইন বলেন, “আমরা ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে আছি। তাদের ন্যায্য সংগ্রামে আমাদের সমর্থন থাকবে। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।”
  

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক লুতফর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার পৌর জামায়াতের আমীর আজিজুর রহমান এবং থানা আমীর মুহাম্মদ আব্দুল কাদেরসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশ ও মিছিল চলাকালে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।
SHARE

Author: verified_user

0 comments: