Thursday, August 14, 2025

ঢাকা ১৯ সংসদীয় আসনে থেকে ২টি ইউনিয়ন বাতিলের প্রতিবাদে বিরুলিয়ায়বাসী মানববন্ধন করে

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

নিবাচর্ন কমিশন কতৃর্ক সদ্য ঘোষিত আসন পূর্ণ বিন্যাসে সাভারের বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে ঢাকা ২ কেরানীগঞ্জ আসনে অন্তর্ভুক্ত হওয়ার বিরুদ্ধে ও ঢাকা ১৯ আসনে দুই ইউনিয়ন বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের স্থানীয় এলাকাবাসী।

সকালে সাভারের বিরুলিয়া ব্রীজ এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় হাতে হাত ধরে কয়েক’শ এলাকাবাসী মানববন্ধনে অংশ গ্রহণ করেন।এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন,আমরা বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঢাকা ১৯ আসনের সাথে থাকতে চাই।

আমরা ঢাকা দুই আসনে যেতে চাইনা।আমাদেরকে ঢাকা দুই আসনে অন্তভুক্তি করলে আমাদের দুর্ভোগ বাড়বে।তাই আমরা সারা জীবন ঢাকা ১৯ আসনে ছিলাম ভবিষৎেও থাকতে চাই।

এসময় তারা আরো বলেন,আমাদের ঢাকা ১৯ আসনে না রাখলে আমরা ঢাকা আরিচা,বাইপাইল আব্দুল্লাহপুর প্রধান সড়ক ও বিরুলিয়া বেরিবাধ চলাচল সড়ক অবরোধ করবো।

তাই বর্তমান সরকার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমাদের দাবি আমরা ঢাকা ১৯ আসনের এই দুইটি ইউনিয়ন বহাল থাকার জোরদার দাবী জানাই।

এসময় মানববন্ধন কর্মসুচী অন্যান্য উপস্থিতি মধ্যে আরো বক্তব্য রাখেন,সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,জাতীয় পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ,বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির সিরাজী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,সাবেক বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল হকসহ আরো অনেকেই।

SHARE

Author: verified_user