Sunday, April 6, 2025

আশুলিয়ায় হানিফ পরিবহনের চলন্ত বাসে আগুন ধরে যায়

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি 


সাভারের আশুলিয়ায় হানিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন ধরে যায়। এতে বাসটির ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


শনিবার (০৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


আগুনে বাসটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে

গাজীপুরের কাশিমপুর থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, রাতে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস যাত্রী নিয়ে রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।


বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর এলাকায় পৌঁছলে বাসের জ্বালানি তেলের ট্যাংকের কাছাকাছি শর্ট সার্কিট হয়ে বাসে আগুন লেগে যায়। বাসের চালক কৌশলে বাস সাইড করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ বলেন, রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ওভারহিটেড হয়ে বাসের ইঞ্জিনে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে।

পরে সেখান থেকে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনে বাসের কোনো যাত্রীর ক্ষতি না হলেও সম্পূর্ণ বাসটি পুড়ে গেছে। তবে এঘটনায় যাত্রীদের ব্যাগ ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।

SHARE

Author: verified_user

0 comments: