Sunday, April 6, 2025

আওয়ামী লীগপন্থী ৭০ জন আইনজীবীর কারাগারে যাওয়ার নির্দেশ

SHARE

 



সরকারবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগপন্থী ৭০ আইনজীবীর কারাগারে পাঠানোর নির্দেশ


সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ সমর্থক ৭০ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগরসহ ৯ জন নারী আইনজীবী জামিন পেয়েছেন।

আজ রোববার (ঢাকা মহানগর দায়রা জজ) মো. জাকির হোসেন এ আদেশ দেন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ আলম মিয়া।

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন আওয়ামী লীগপন্থী ৮০ জন আইনজীবী। আসামিপক্ষ আদালতে জানায়, তারা আগেই উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন এবং জামিন পেলে পালিয়ে যাবেন না। তবে রাষ্ট্রপক্ষ তাঁদের জামিনের বিরোধিতা করে।

শুনানি শেষে বিচারক ৭০ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন পান আবু সাঈদ সাগর এবং ৯ নারী আইনজীবী।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা চালানো হয়, আইনজীবীদের চেম্বারে ভাঙচুর করা হয় এবং হত্যাচেষ্টা চালানো হয়। এই ঘটনায় আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়।



পরবর্তীতে ১১৫ জন উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন, যার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল সোমবার। আজ তাঁদের মধ্যে ৮০ জন আদালতে হাজির হয়ে জামিন চেয়েছিলেন।
SHARE

Author: verified_user

0 comments: