Monday, January 19, 2026

সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে দুই জন পোড়া লাশ উদ্ধার

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আবারও উদ্ধার হলো আগুনে পোড়া দুটি লাশ। নিহতদের মধ্যে একজন নারী এবং অপরজন ছেলে শিশু হতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে থানা রোডের পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের টয়লেটের ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। এর আগে গত বছরের বিভিন্ন সময় একই স্থান থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়েছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রসাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলে পোড়া লাশ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ভাবে পুলিশ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি। সাভার মডেল থানার ওসি (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, উদ্ধার করা লাশ দুটি পুড়ে যাওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল। তবে নিহত ওই যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপর ১১ অক্টোবর রাতে আবারও কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। এরপর ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে এসব ঘটনায় এখনো পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

SHARE

Author: verified_user