Friday, January 16, 2026

সাভারের গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

অনুষ্ঠিত হয়ে গেল সাভার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিবর্গের সাথে গণভোট ২০২৬ বিষয়ক অবহিতকরণ সভা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সাভার উপজেলা পরিষদ মাঠে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব কাজি মোহাম্মদ মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা তাদের মূল্যবান মতামতের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তিনি উপস্থিত সবাইকে গণভোটের নিয়মাবলি ও গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এছাড়া অবহিতকরণ সভায় নির্বাচনী আচরণ বিধির বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে সার্বিক আলোচনা করা হয়। এসময় অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

SHARE

Author: verified_user