Sunday, January 11, 2026

আশুলিয়ার আসামিকে গ্রেপ্তার সময় পুলিশের উপর হামলা করে

SHARE

 

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় জুলাই হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।রাত১১ টার সময় হামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামলার শিকার আশুলিয়া থানার পুলিশ সদস্য উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় এসআই মনিরুল ইসলাম আশুলিয়ার গোমাাইল বাংলাবাজার এলাকায় জুলাই হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে তিনি সহ আরো অনেকেই আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসাপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

SHARE

Author: verified_user