Tuesday, January 13, 2026

নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালন করল

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

নানা আয়োজনে দিনব্যাপী পালন করা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। এ উপলক্ষে শুক্রবার (১২ জানুয়ারি) সকালে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচীতে দর্শনার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এর আগে, ৫৩তম দিবস উপলক্ষে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে আলোচনা সভা, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

SHARE

Author: verified_user