Tuesday, October 28, 2025

সাভারের আবু সাঈদ হত্যা মামলার দুই আসামিকে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় আবু সাঈদকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার খালেক মৃধাপাড়ার মাসুদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকার আলিজানের ছেলে কালাম (৩৫) ও মামলার ১৭ নম্বর আসামি একই এলাকার মৃত মতি মিয়ার ছেলে সোলেমান (৪৫)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন জানান, আবু সাঈদ হত্যাকান্ডের তদন্তে থানা-পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামেন ডিবি পুলিশ সদস্যরাও। তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে এ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে এসআই আঃ সালাম ও এএসআই আরিফুল ইসলামসহ তাদের সঙ্গীয় ফোর্স। এছাড়াও হত্যাকান্ডে সম্পৃক্ততার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে। পরে তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ২২ অক্টোবর বুধবার রাত ১০টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় জমি নিয়ে বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় জাকির ও তার অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে আবু সাইদসহ ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের ওপর হামলা করে। এসময় আহত হয়েছে অন্তত ৮ জন। আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।

SHARE

Author: verified_user