Thursday, December 4, 2025

আশুলিয়ায় ডিবি পুলিশ অভিযানে পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করে

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারের আশুলিয়া থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলির খোসাসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাত থেকে ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আশুলিয়ার একাধিক স্পটে একযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, গুলির খোসা ও অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ওসি মো. জালাল উদ্দিন আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি তাদের সহযোগী ও অস্ত্রের উৎস শনাক্তে পুলিশের পৃথক টিম কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



SHARE

Author: verified_user