Sunday, April 6, 2025

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি হেফাজতও একই মত পোষণ করছে

SHARE

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি হেফাজতও একই মত পোষণ করছে




ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, হেফাজতেরও সমর্থন

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি, এবং এই দাবির সঙ্গে একমত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নির্বাচন সামনে রেখে দ্রুত একটি রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে বসে বিএনপি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, হেফাজত বিএনপির নির্বাচনী দাবির সঙ্গে একমত, তবে তারা আলাদাভাবে নিজেদের কর্মসূচি ঠিক করবে কি না, সে ব্যাপারে চিন্তাভাবনা করছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান, নায়েবে আমির আহমেদ আব্দুল কাদেরসহ দুই দলের ঊর্ধ্বতন নেতারা।

সালাহ উদ্দিন বলেন, "বিএনপি সংস্কার ও বিচার চায়, তবে সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই করতে চায়। প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিলেও সেটা বারবার পিছিয়ে যাচ্ছে—ডিসেম্বর থেকে জুন, আবার জুন থেকে ডিসেম্বর। অনেকেই নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে বলেও আমরা মনে করছি।"

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ সরকারের লোকজনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তেমন কোনো অগ্রগতি নেই। জাতি চায় এসব মামলা দ্রুত নিষ্পত্তি হোক। এজন্য ট্রাইব্যুনালের সংখ্যা, জনবল ও প্রয়োজনীয় সহায়তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিএনপি। বিভাগীয় পর্যায়েও ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে ভাবা যেতে পারে। হেফাজতও এ প্রস্তাবে সম্মত হয়েছে।

আওয়ামী লীগকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনার দাবি তুলেছে হেফাজতও। বিএনপি জানায়, তারা আগেই এ দাবি সরকার ও জনগণের সামনে উপস্থাপন করেছে। হেফাজত বিএনপির কাছে আবারও সেই দাবি তোলে।

সালাহ উদ্দিন বলেন, "বিএনপি মনে করে সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজন হলে আইন প্রণয়ন বা সংশোধন করে আওয়ামী লীগের বিচার হতে পারে। যদি বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হয়, জনগণ সেটা মেনে নেবে।"

তিনি আরও বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের কর্মীদের ওপর যে হামলা চালানো হয়েছিল, তার সঠিক শহীদ সংখ্যা এখনো জানা যায়নি। তেমনই ২০২১ সালে আলেমদের ওপর হামলায় ২৪ জন নিহত হন। এসব ঘটনায় করা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি ও সুষ্ঠু বিচার চায় হেফাজত, আর বিএনপিও সেই দাবির সঙ্গে একমত।

আলেমদের বিরুদ্ধে আগের আওয়ামী লীগ সরকারের সময়ে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিও জানায় হেফাজত, এবং বিএনপি এতে পূর্ণ সমর্থন জানিয়েছে।

সংবাদকর্মীদের এক প্রশ্নের উত্তরে সালাহ উদ্দিন বলেন, হেফাজতের সঙ্গে বিএনপি এখনই কোনো নির্বাচনী জোট ঘোষণা দিচ্ছে না—“নির্বাচন এলেই সব পরিষ্কার হয়ে যাবে। অপেক্ষা করুন।

SHARE

Author: verified_user

0 comments: