Thursday, July 3, 2025

সাভারের এনাম মেডিকেলে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতির ঘোষণা করে

SHARE

 



আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে বেতন কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও আগামীকাল বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে এনাম মেডিকেল হাসপাতাল কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়ন। বুধবার (২ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সনি।

তিনি বলেন, ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ আজ বুধবার পর্যন্ত সময় চেয়েছিল, কিন্তু নতুন বেতন কাঠামো বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি। সকাল সাড়ে ১১টায় এক ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে তারা সংবাদ সম্মেলন করেন। এসময় তারা আগামীকাল থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে এনাম মেডিকেল হাসপাতাল কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়নের উপদেষ্টা ডাঃ এএসএম রেজাউল করিম রাজিব, মামুনুর রশীদ স্বপন, আমিনুল হক, সভাপতি আজাদ-ই-হাসান আলাল, সহ-সভাপতি মাসুম খান ও আব্দুল হাকিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

SHARE

Author: verified_user