আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারে মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হেমায়েতপুরের যাদুরচর এলাকায় মেট্রোরেল ডিপোতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।
এসময় মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, সাভারের হেমায়েতপুরে মেট্রোরেলের অধিগ্রহণকৃত জমিতে যেসকল অবৈধ স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উচ্ছেদ অভিযানে এসময় মেট্রোরেলের বিভিন্ন কর্মকর্তা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
0 comments: