বৈশাখের দহন: জনজীবনে হাঁসফাঁস
বৈশাখের শেষ প্রান্তে এসেও কমছে না প্রখর রোদের দাপট। রাজধানীজুড়ে বয়ে চলেছে একের পর এক তাপপ্রবাহ। সকাল গড়াতেই সূর্য যেন আগুন ছুড়তে শুরু করে। মধ্যদুপুরে রাস্তাঘাট যেন জনমানবহীন মরুভূমি!
অত্যধিক গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে যাদের রোদঝলমলে রাস্তায় বের হতেই হয়, তারা স্বস্তির একটু পরশ পেতে ছুটে যাচ্ছেন ফুটপাতের নলকূপে বা ঠান্ডা পানির উৎসে।
গরম থেকে বাঁচতে কেউ মাথায় তুলে নিয়েছেন ছাতা, কেউবা গামছা জড়িয়ে ধরেছেন মাথা ও ঘাড়ে। তবু রেহাই নেই ঘাম ঝরানো ক্লান্তি থেকে।
0 comments: