Monday, May 5, 2025

সাভারের রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করে

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি 

সাভারে শুকুর আলী শিকদার (৩৪) নামের এক রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।


রোববার (৪ মে) সকালে বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।


এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাদুল ইসলাম।


পুলিশ জানায়, সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার জয়নাল মেম্বারের বাড়ির পাশে আজ সকালে ওই রং মিস্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হবে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাদুল ইসলাম জানান, নিহত ব্যক্তির গলায় ও মুখে ধারালো অস্ত্রের অন্তত ৫টি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গতরাতের কোনো এক সময় কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। কে বা কারা কি কারনে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল ইসলামকে আটক করা হয়েছে। রবিউল ও নিহত শুকুর আলী একসময় একসাথে রংয়ের কাজ করতো। তাদের দুজনের মধ্যে কাজ নিয়ে বিরোধ ছিল।


এ ঘটনায় সাভার মডেল থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই উপ-পরিদর্শক

SHARE

Author: verified_user

0 comments: