Friday, May 9, 2025

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এনসিপির নেতাকর্মীরা।

SHARE

 



নিজস্ব প্রতিবেদক


আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মিছিল নিয়ে তাঁরা সেখান যান।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরাও অংশ নেন। রাত ২টা ২৩ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা কার্যালয়ের সামনের বন্দরবাজার-সুরমা মার্কেট সড়কের একাংশ দখল করে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছিলেন।

এ বিষয়ে জানতে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।

তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এনসিপির নেতা-কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এদিকে রাত ২টা ১৭ মিনিটে যোগাযোগ করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্যসচিব নুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা জানিয়ে অন্যান্য ছাত্র সংগঠনও মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিতে আসছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।

SHARE

Author: verified_user

0 comments: