আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
ডিটেল এরিয়া প্ল্যান (ড্যাব)-এর আওতাভুক্ত এলাকা সাভারে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা অনুমোদনহীন বহুতল ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সাভার পৌরসভা ও সদর ইউনিয়নসহ বিভিন্ন মহল্লায় এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন।
এসময় অনুমোদনহীন নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ মিটার জব্দসহ ভবনগুলোর নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া হয়। পাশাপাশি রাজউক থেকে অনুমোদন নিয়ে পরবর্তী নির্মাণ কার্যক্রম চালানোর জন্য ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
তবে ভবন মালিকরা জানান, তারা ইউনিয়ন পরিষদ থেকে অনাপত্তি সনদ নিয়ে ভবন নির্মাণের কাজ করছেন।
রাজউক সূত্রে জানা যায়, ২০১০ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়—ডিটেল এরিয়া প্ল্যানের আওতাভুক্ত এলাকায় যেকোনো বহুতল ভবন নির্মাণে রাজউকের অনুমোদন আবশ্যক। ইউনিয়ন পরিষদ বা উপজেলা কর্তৃপক্ষের অনুমোদন এ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।
এছাড়া রাজধানীকে বর্ধিত করার লক্ষ্যে ১৯৮৭ সালেই মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকার আশপাশের এলাকাগুলোকে ডিটেল এরিয়া প্লানের (ড্যাব) আওতায় আনা হয়।
অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন জানান, ড্যাবের আওতাধীন এলাকায় অনুমোদন বিহীন প্রায় ৩ হাজার ৩৮২টি ভবন রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে এসব ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে সাভার ইউনিয়নের দক্ষিণ কৃষ্টপুর এলাকার নূরুল ইসলামের ৬ তলা ও দেলোয়ার হোসেনের ৩ তলা, মাহাবুব আলম ও লালন সাহেবের নির্মাণাধীন বাড়িসহ ৭টি বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে রাজউকের জোন ৩/৩ এর অথরাইজড অফিসার প্রকৌশলী রঙ্গন মন্ডল, সহকারী অথরাইজড অফিসার নাছির উদ্দিন, প্রধান ইমারত পরিদর্শক আব্দুর রহিম, পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা পুলিশ লাইনের অতিরিক্ত ফোর্স ও সাভার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
0 comments: