Monday, March 24, 2025

চিকিৎসক জানিয়েছেন, তামিমের জটিলতা এখনও পুরোপুরি কাটেনি।

SHARE

 



অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ক্রিকেটার তামিম ইকবালের অবস্থার এখনও উন্নতি হয়নি। আজ বিকেলে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে খেলতে গিয়ে তামিম বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে হার্টে ব্লক ধরা পড়লে রিং বসানো হয়, তবে তার জটিলতা এখনও কাটেনি বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসা বিভাগের পরিচালক রাজিব হোসেন।

তামিমের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানিয়ে রাজিব দুপুরে সাংবাদিকদের বলেন, "যত ধরনের চিকিৎসা প্রয়োজন, সবকিছুই করা হয়েছে। আল্লাহর রহমতে তার অবস্থান এখন ভালো। তার হার্ট অ্যাটাক হয়েছে। এজন্য অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি এবং স্টেন্ট বসানো হয়েছে, যা খুব ভালোভাবে এবং দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়েছে। তার ব্লক পুরোপুরি চলে গেছে।"

বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে টস করতে গিয়ে তামিম অসুস্থ অনুভব করেন এবং বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ব্লক ধরা পড়ে। কেপিজে স্পেশালাইজড হাসপাতালে কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তার ব্লক সরানো হয়। তবে এখনও পুরোপুরি সুস্থ হননি তামিম। ডা. রাজিব বলেন, "তামিম কিছুটা ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন, তবে স্টেন্ট বসানোর পর তিনি এখন অবজারভেশনে আছেন। ক্রিটিক্যাল কন্ডিশন এখনো কাটেনি, একটু সময় লাগবে।

তামিমের জন্য সকলের দোয়া চেয়ে চিকিৎসক আশাবাদ ব্যক্ত করেন, "আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে দ্রুত ফিরে আসবেন।"

তামিমের অসুস্থতার খবর পেয়ে আজ বিসিবির পরিচালকদের সভা স্থগিত করা হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং অন্য পরিচালকেরা হাসপাতালে ছুটে গেছেন। তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকী ও ভাই নাফিস ইকবালও হাসপাতলে রয়েছেন।

SHARE

Author: verified_user

0 comments: