আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মডেল মসজিদের কাছে এক অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (আজ) সকালে স্থানীয়রা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
উদ্ধারকৃত লাশের গলায় রশি পেঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ, যা দেখে ধারণা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশের একটি তদন্ত দল।