নিজস্ব প্রতিবেদক
গত সোমবার ধানমন্ডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) সৃষ্টি করার চেষ্টা পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে নিয়ন্ত্রণ করে প্রশংসিত হয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা। অনুকরণীয় এই দৃষ্টান্তের জন্য তাকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) জাহাঙ্গীর কবির এই পুরস্কারের বিষয়টি নিশ্চিত করেন।
পরে ঢাকা মহানগর পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সম্পর্কিত একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, উত্তেজিত জনতা নিয়ন্ত্রণে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার ওসির প্রশংসা করেছেন এবং বলেছেন, পরিস্থিতি বুঝে জনতা নিয়ন্ত্রণের এই উদাহরণ সব পুলিশ সদস্যের জন্য আদর্শ হয়ে থাকবে।
ঘটনাটি ঘটেছিল গত সোমবার রাতে ধানমন্ডির ৪ নম্বর সড়কে, যেখানে একদল যুবক একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোসর বলে অভিযোগ করে তাঁর বাসায় ঢুকে পড়ার চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়।
ওই যুবকেরা প্রকাশককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে গ্রেপ্তারের দাবি জানালে, পুলিশ জানান ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা নেই এবং গ্রেপ্তার করা সম্ভব নয়।
এর পর ওসি ক্যশৈন্যুর সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনজনকে থানায় নেয়া হয়। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সবাই ওসির প্রশংসায় ভূষিত হন।
পরে এই ঘটনার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।
0 comments: