Friday, May 16, 2025

ট্রাম্পের মত, অ্যাপলের পণ্য ভারতে নয়—তৈরি হোক যুক্তরাষ্ট্রেই

SHARE

 


ভারতে নয়, অ্যাপল যেন পণ্য তৈরি করে যুক্তরাষ্ট্রেই: ট্রাম্পের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল যেন তাদের পণ্য ভারতে না বানিয়ে যুক্তরাষ্ট্রেই উৎপাদন করে—এমনটাই চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে অ্যাপলের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘টিম কুকের (অ্যাপল সিইও) সঙ্গে আমার সামান্য মতবিরোধ হয়েছিল। আমি তাঁকে বলেছিলাম—টিম, আমরা তোমাকে যথেষ্ট সহযোগিতা করেছি। তুমি চীনে যতগুলো কারখানা বানিয়েছো, আমরা সেগুলো মেনে নিয়েছি। এখন আমরা চাই না তুমি ভারতে নতুন কারখানা করো। বরং আমরা চাই, অ্যাপল তাদের উৎপাদন যুক্তরাষ্ট্রেই করুক।’

তিনি আরও জানান, অ্যাপল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র নানা দেশে আমদানি করা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। পরে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করা হলেও চীনের ক্ষেত্রে তা বাড়িয়ে ১৪৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়। পাল্টা জবাবে বেইজিংও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক বসায়। এর ফলে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়ে অ্যাপল, যাদের বেশিরভাগ পণ্য উৎপাদিত হয় চীনে।

তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে সিদ্ধান্ত নেয়, এই পাল্টাপাল্টি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হবে—যা কিছুটা হলেও বিশ্ববাণিজ্যের অস্থিরতা কমিয়েছে।

এদিকে, শুল্কবিষয়ক উত্তেজনা চরমে পৌঁছানোর আগেই, ফেব্রুয়ারিতে অ্যাপল যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় এবং সেখানে ২০ হাজার নতুন কর্মসংস্থানের পরিকল্পনাও জানায়।

ট্রাম্প বলেন, ‘অ্যাপল ইতিমধ্যে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যা দারুণ ব্যাপার। তবে আমি মনে করি, তাদের উৎপাদন কার্যক্রম যুক্তরাষ্ট্রেই হওয়া উচিত—এটাই হবে সবচেয়ে চমৎকার সিদ্ধান্ত।’

SHARE

Author: verified_user

0 comments: