Sunday, May 18, 2025

সাভারের ৭১ টিভি চিত্র সাংবাদিককে উপর সন্ত্রাসী হামলা করে

SHARE

 

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি


সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ৭১ টেলিভিশনের চিত্র সাংবাদিক উজ্জ্বল হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। 

বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে সাভার সদর ইউনিয়নের উত্তর চাপাইন এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন সদর ইউনিয়নের উত্তর চাপাইন এলাকার লালটেক মহল্লার জামাল হোসেনের ছেলে।

 হামলায় জড়িতরা আওয়ামী লীগের সমর্থক দাবি করে আহত সাংবাদিক উজ্জ্বল হোসেন বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা আমার ওপর হামলা করে এবং এলোপাতাড়ি মারধর করেন।

হামলাকারী ওহাব হাজী, সাদ্দাম, অতনু, হৃদয়, ইমন, মিনহাজ, অন্তর, সাইমন, সাব্বির, জনি ও মুসা। এরা সকলেই আওয়ামী লীগ সরকারের সময় থেকেই নানা অপরাধে জড়িত।

 সরকার পরিবর্তন হলেও তাদের অপকর্মে কোনো বিরতি আসেনি। আমি কেবল তাদের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, সে কারণেই তারা আমাকে মারাত্মকভাবে আঘাত করেছে।


 আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

SHARE

Author: verified_user

0 comments: