জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা : যুবলীগ নেতা ওয়াহেদ গ্রেফতার
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা আবদুল ওয়াহেদ সরকারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গ্রেফতারের পর তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দেবিদ্বার পৌরসভায় ঠিকাদারি কাজের বিল আনতে গেলে তাকে আটক করে পুলিশে দেয় দেবিদ্বার বিএনপির নেতাকর্মীরা।
ওয়াহেদ সরকার দেবিদ্বার পৌর সদর এলাকার মাদরাসাপাড়ার আবদুল মালেকের ছেলে। তিনি দেবিদ্বার পৌর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় ছিলেন একজন ঠিকাদার।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ৪ আগস্ট দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বক্কর সিদ্দিককে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
0 comments: