Saturday, May 17, 2025

একটি চাকা খুলে পড়লেও কীভাবে নিরাপদে নামল বিমান

একটি চাকা খুলে পড়লেও কীভাবে নিরাপদে নামল বিমান

 

অনলাইন ডেস্ক

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেলেও শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করেছে। একটি চাকা ছাড়া বিমানটি নিরাপদে নামল কীভাবে, স্বাভাবিকভাবে সে প্রশ্ন এসেছে অনেকের মনে।

যে উড়োজাহাজটির চাকা খুলে পড়ে গেছে, সেটি ড্যাশ ৮-৪০০ মডেলের একটি উড়োজাহাজ। কানাডার তৈরি স্বল্পপাল্লার টার্বোপ্রপ যাত্রীবাহী এমন উড়োজাহাজ দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মূলত অভ্যন্তরীণ ও আঞ্চলিক গন্তব্যের ফ্লাইট পরিচালনা করে থাকে।

আজ শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসে বিজি ৪৩৬ ফ্লাইটটি। এটি ড্যাশ ৮-৪০০ মডেলের একটি উড়োজাহাজ। এতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর প্রথম আলোকে বলেন, বেলা ২টা ২০ মিনিটে ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে পেরেছে। সব যাত্রীও নিরাপদে নেমেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা উড়োজাহাজের জন্য জরুরি পরিস্থিতি তৈরি করে। এমন পরিস্থিতিতে উড়োজাহাজ নিরাপদে নামাতে পাইলটের দক্ষতা ও উপস্থিত বুদ্ধির ওপরই নির্ভর করে অনেক কিছু। অনেক সময় এক পাশের চাকা ক্ষতিগ্রস্ত হলে অবতরণ করতে গেলে উড়োজাহাজ কাত হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়তে পারে। তাই পাইলটকে নির্ধারিত গতিতে, সুনির্দিষ্ট কোণে উড়োজাহাজকে রানওয়েতে নামাতে হয়, যাতে ভারসাম্য হারিয়ে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। তাই এ ধরনের জরুরি অবতরণের ক্ষেত্রে রানওয়েতে জরুরি সেবাদানকারী দল প্রস্তুত থাকে।

এ জন্য পাইলট শুরুতেই কন্ট্রোল টাওয়ারকে জানিয়ে দেন। তখন বিমানবন্দরের ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে চলে আসে। পাইলট যাত্রীদের উদ্দেশে প্রয়োজনীয় নির্দেশনা ও আশ্বাস দিয়ে মনোবল ধরে রাখার চেষ্টা করেন। অবতরণ শেষে যাত্রীদের নিরাপদে দ্রুত নামিয়ে আনা হয়।

বিমানের এক পাইলট প্রথম আলোকে বলেন, কক্সবাজার থেকে আসা উড়োজাহাজটির পেছনের এক পাশের দুটি চাকার মধ্যে একটি খুলে পড়ে যায়। ফলে পাইলট অন্য পাশের দুই চাকার ওপর ভর বেশি দিয়ে রানওয়েতে অবতরণ করেছেন। এ ক্ষেত্রে পাইলটের দক্ষতা মূল ভূমিকা রেখেছে।

উল্লিখিত উড়োজাহাজ চালনায় যুক্ত ছিলেন ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদ। বিমানের ফেসবুক পেজে তাঁদের ব্যাপক প্রশংসা করে একটি পোস্ট করা হয়েছে।

তবে ওই পোস্টের নিচে কেউ কেউ লিখেছেন, এটা যান্ত্রিক ত্রুটি নয়, কর্তৃপক্ষের অবহেলা। তবে বিমান–সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এ ঘটনার মধ্য দিয়ে বিমানের রক্ষণাবেক্ষণ ও প্রকৌশল শাখার গাফিলতির একটা ভয়াবহ চিত্র প্রকাশ পেয়েছে।

বিমানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কয়েক মাস আগে বিমানের প্রকৌশলীদের চাকরির বয়সসীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি তাঁদের সুযোগ–সুবিধাও বাড়ানো হয়েছে। যেখানে তাঁদের আরও দক্ষতার সঙ্গে বিমানের রক্ষণাবেক্ষণ করার কথা। উল্টো তাঁদের ব্যর্থতার কারণে আকাশ থেকে বিমানের চাকা খুলে পড়েছে। এ ঘটনা বিমানের ভাবমূর্তিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন এই কর্মকর্তা।

আরেক কর্মকর্তার ভাষ্য, ৫ আগস্টের পর দেশে অনেক পরিবর্তন হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কোনো সংস্কার হয়নি। প্রতিষ্ঠানটিকে যোগ্য নেতৃত্বে এগিয়ে নেওয়ার কোনো লক্ষণও নেই।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারের দ্রুত সিদ্ধান্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারের দ্রুত সিদ্ধান্ত

 

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে গিয়ে শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউজিসি যেসব সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো হলো—সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য পরিচালন বাজেট বাড়ানো হবে। আবাসন সংকট নিরসনে দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা—এই তিন দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিন দফা বাস্তবায়নের দাবিতে গত বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। ওই দিন দুপুর ১২টার দিকে তাঁদের লং মার্চ কাকরাইলে পৌঁছালে বাধা দেয় পুলিশ। 

এক পর্যায়ে বাধা পার হয়ে শিক্ষার্থীরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী আহত হন। এরপর ওই দিন বেলা দুইটা থেকে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

Friday, May 16, 2025

ট্রাম্পের মত, অ্যাপলের পণ্য ভারতে নয়—তৈরি হোক যুক্তরাষ্ট্রেই

ট্রাম্পের মত, অ্যাপলের পণ্য ভারতে নয়—তৈরি হোক যুক্তরাষ্ট্রেই

 


ভারতে নয়, অ্যাপল যেন পণ্য তৈরি করে যুক্তরাষ্ট্রেই: ট্রাম্পের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল যেন তাদের পণ্য ভারতে না বানিয়ে যুক্তরাষ্ট্রেই উৎপাদন করে—এমনটাই চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে অ্যাপলের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘টিম কুকের (অ্যাপল সিইও) সঙ্গে আমার সামান্য মতবিরোধ হয়েছিল। আমি তাঁকে বলেছিলাম—টিম, আমরা তোমাকে যথেষ্ট সহযোগিতা করেছি। তুমি চীনে যতগুলো কারখানা বানিয়েছো, আমরা সেগুলো মেনে নিয়েছি। এখন আমরা চাই না তুমি ভারতে নতুন কারখানা করো। বরং আমরা চাই, অ্যাপল তাদের উৎপাদন যুক্তরাষ্ট্রেই করুক।’

তিনি আরও জানান, অ্যাপল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র নানা দেশে আমদানি করা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। পরে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করা হলেও চীনের ক্ষেত্রে তা বাড়িয়ে ১৪৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়। পাল্টা জবাবে বেইজিংও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক বসায়। এর ফলে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়ে অ্যাপল, যাদের বেশিরভাগ পণ্য উৎপাদিত হয় চীনে।

তবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে সিদ্ধান্ত নেয়, এই পাল্টাপাল্টি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হবে—যা কিছুটা হলেও বিশ্ববাণিজ্যের অস্থিরতা কমিয়েছে।

এদিকে, শুল্কবিষয়ক উত্তেজনা চরমে পৌঁছানোর আগেই, ফেব্রুয়ারিতে অ্যাপল যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় এবং সেখানে ২০ হাজার নতুন কর্মসংস্থানের পরিকল্পনাও জানায়।

ট্রাম্প বলেন, ‘অ্যাপল ইতিমধ্যে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যা দারুণ ব্যাপার। তবে আমি মনে করি, তাদের উৎপাদন কার্যক্রম যুক্তরাষ্ট্রেই হওয়া উচিত—এটাই হবে সবচেয়ে চমৎকার সিদ্ধান্ত।’

বংশালে সড়কের ওপর মালামাল রাখায় ৫ জনকে জরিমানা

বংশালে সড়কের ওপর মালামাল রাখায় ৫ জনকে জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার বংশালে মূল সড়কের দুই পাশে মালামাল ফেলে রেখে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটানোয় কয়েকটি কুরিয়ার সার্ভিসের ৫ কর্মকর্তা-কর্মচারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বংশালে মূল সড়কের দুই পাশে বেশ কিছু বেসরকারি কুরিয়ার সার্ভিস ও ব্যবসাপ্রতিষ্ঠান অবৈধভাবে তাদের মালামাল ফেলে রেখেছিল। ফলে সাধারণ যানবাহন ও পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল। বারবার নির্দেশনা সত্ত্বেও মালামাল না সরানোয় বৃহস্পতিবার ডিএমপি ট্রাফিকের লালবাগ বিভাগ উচ্ছেদ অভিযান চালায়। অভিযান চলাকালে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী রাস্তায় থাকা মালামাল জব্দ করা হয়। অভিযানের সময় অনেক মালিক ও কর্মচারী মালামাল ফেলে রেখে পালিয়ে যান।

এ ছাড়া সড়কে অবৈধ পার্কিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ট্রাফিক পুলিশের পিওএস মেশিনের মাধ্যমে ২০টি মামলা দায়ের করা হয় বলে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপকারী শনাক্ত, ‘কম সময়ের মধ্যে’ গ্রেপ্তারের আশা পুলিশের

তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপকারী শনাক্ত, ‘কম সময়ের মধ্যে’ গ্রেপ্তারের আশা পুলিশের

 


নিজস্ব প্রতিবেদক


তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল নিক্ষেপকারীকে শনাক্ত করেছে পুলিশ। পুলিশ বলেছে, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। তাঁকে গ্রেপ্তারের জন্য খোঁজা হচ্ছে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম আজ বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে ইশতিয়াক হোসাইন নামে একজনকে শনাক্ত করা হয়েছে। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। তাঁকে ধরতে পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে। কম সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা যাবে বলে আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইশতিয়াক আগে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে পড়তেন। আজ সকাল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত ইশতিয়াকের সহপাঠী–বন্ধুরা জানিয়েছেন।

কয়েকটি দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গতকাল বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তাঁর মাথায় পড়ে। এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান মাহফুজ আলম।

প্রায় ১৫ মিনিট পরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহফুজ আলম। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিজের সন্দেহ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা খুঁজে বের করুন। দেখবেন, একটি গ্রুপকেই পাওয়া যাবে। তাঁদের নির্দিষ্ট একজন ব্যক্তির প্রতি যে হিংসা আট মাস ধরে রয়েছে এবং তাঁদের যে হিংস্রতা অনলাইনে দেখা যায়, তাঁরা আজকে এখানে এটা করেছেন।


Wednesday, May 14, 2025

আশুলিয়ায় নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ

আশুলিয়ায় নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি: 

সাভারের আশুলিয়ায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৪ মে) সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার কামাল গার্মেন্টসের পাশের পুকুর থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলো- পাবনা জেলার সাথিয়া থানা এলাকার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকার জিয়াউল সরদারের ছেলে মানিক সরদার (৯)।

তারা দুজনেই আশুলিয়া থানাধীন এলাকার একই মাদ্রাসার শিক্ষার্থী ছিল।  পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শিশুরা গতকাল থেকে নিখোঁজ ছিল। 

অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি তাদের পরিবার। পরে আজ সকালে ওই এলাকার একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় আশুলিয়া থানা পুলিশ। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। 

প্রাথমিকভাবে নিহতদের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Tuesday, May 13, 2025

মানিকগঞ্জের ২ আসনের সাবেক এমপি সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ডিবি

মানিকগঞ্জের ২ আসনের সাবেক এমপি সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ডিবি



স্টাফ রিপোর্টার

 মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 তার বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম।

 আর ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।