আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে রানী ভিক্টোরিয়ার ২০৬তম জন্মদিন।
শনিবার (২৪ মে) সন্ধ্যায় কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জন্মবার্ষিকী পালন করেন ক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন, সহ-সভাপতি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ও বিএনপির সহ ক্রীড়া সম্পাদক, জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় আরিফুল হক প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংগঠক মনিবুর রহমান চম্পকসহ কমিটির অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, রানী ভিক্টোরিয়া ছিলেন ব্রিটেন ও ব্রিটিশ সাম্রাজ্যের রানি। তিনি ১৮১৯ সালের ২৪ মে লন্ডনের কেনসিংটন প্রাসাদে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম ছিল আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া।
মাত্র ১৮ বছর বয়সে, ১৮৩৭ সালের ২০ জুন তিনি ব্রিটেনের রানি হন এবং ১৯০১ সাল পর্যন্ত দীর্ঘ ৬৪ বছর রাজত্ব করেন। তিনি ব্রিটেনের সবচেয়ে সমৃদ্ধ উপনিবেশ ভারতের সম্রাজ্ঞীর মর্যাদাও লাভ করেন।
১৮৪০ সালে ভিক্টোরিয়া বিয়ে করেন প্রিন্স অ্যালবার্টকে। এই রাজদম্পতির ৯টি সন্তান ছিল। তাদের জনপ্রিয়তা শুধু রাজনীতি নয়, কানাডাসহ ব্রিটিশ উপনিবেশগুলোতে সংস্কৃতি ও ফ্যাশনেও প্রভাব ফেলেছিল।
No comments:
Post a Comment