Wednesday, April 23, 2025

সাভারের ১০ গ্রাম রেলিক সিটির দখলে, প্রতিবাদ করায় যুবককে

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি 


 অনুমোদন নেই, নেই কোন বৈধতা। আছে পেশীশক্তি আর সন্ত্রাসী বাহিনী। এই দিয়েই সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর ও রাজারবাগের ১০ গ্রাম দখলে নেমেছে রেলিক সিটি নামে এক ভূঁইফোর আবাসন। 

 গ্রামবাসী জমি রক্ষায় মানববন্ধন কর্মসূচি করায় তাঁদের উল্টো চাঁদাবাজ আখ্যা দিয়ে মারধর করে রেলিক সিটির সন্ত্রাসী বাহিনী। এতে নেতৃত্ব দেন-রেলিক সিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ। 

 এ অন্যায়ের প্রতিবাদ করায় আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সালাউদ্দিন নামের এক যুবককে মারধর করে রেলিক সিটির সন্ত্রাসীরা। 

 মারধরে নেতৃত্ব দেন, রেলিক সিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ নিজে। তিনি সাংবাদিকদের সামনে ‘চাঁদাবাজ’ বলে পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা করেন।

চটকদার বিজ্ঞাপন দিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের। বানিয়েছে, ৮ হাজার ২৫১ বিঘার মেগা সিটির নকশা। অথচ, এক শতাংশ জমিও রেলিক সিটির নামে নামজারি নেই। 

সেই নকশায় গ্রামবাসীর বাড়িঘর, স্কুল-মসজিদ, মাদ্রাসা, এতিমখানা-বৃদ্ধাশ্রম এর জায়গায় প্লট দেখিয়ে বিক্রি করছে রেলিক সিটি। 

এর প্রতিবাদে গত সোমবার এলাকায় গ্রামবাসী শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন করায় গ্রামবাসীকে চাঁদাবাজ আখ্যায়িত করে পাল্টা মানববন্ধন কর্মসূচি করে রেলিক সিটি।

 এতে ভাড়াটে লোকজনসহ চিহ্নিত ভূমিদস্যুরা অংশ নেয়। ঘটনাস্থলে গেলে প্রতিবাদকারী যুবকের ওপর হামলা করে রেলিক সিটির সন্ত্রাসীরা।

No comments:

Post a Comment