আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সাভারের আশুলিয়ার নবীনগর ডিওএইচএসের একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলেন- ঢাকা জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন সুজন, ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মসি, ধামরাই পৌর যুবলীগের সভাপতি মো. আমিনুর রহমান ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. আহাদ। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তাকৃতদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় ধামরাই থানা পুলিশ।