Sunday, October 12, 2025

সাভারের যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি ও উদ্যোক্তা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

সাভারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি ও উদ্যোক্তা সম্মাননা প্রদান অনুষ্ঠান।

বুধবার ৮ অক্টোবর বিকেলে সাভার উপজেলা হল রুমে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক উপপরিচালক মোঃ আব্দুল কাদের তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাব লিমিটেডের সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং জাগরণী থিয়েটারের সভাপতি মোঃ আজিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ দিদারুল ইসলাম দিপু। এছাড়াও বিভিন্ন খাতের বিশিষ্ট উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা তরুণ উদ্যোক্তাদের ভূমিকা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

পরে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা, উপহার বিতরণ এবং কেক কাটা পর্বের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও লেখক মোঃ নুরু উদ্দিন কৃষ।

SHARE

Author: verified_user