Thursday, September 18, 2025

আশুলিয়ায় বিএনপি'র দুই গ্রুপে সংঘর্ষে আহত হয় ৬জন

SHARE

 


আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি

 সাভার ও আশুলিয়ায় বিএনপি’র দুই গ্রুপে মারামারি ও সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেলে আশুলিয়ার মোজারমিল এলাকায় মারামারির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার ব্রিটিশ টোবাকো কারখানায় বালু ফেলাকে কেন্দ্র করে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল ও আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জহির গ্রুপ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় গ্রুপের অন্তত ছয় জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুরসহ আশেপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ দেয়ানের অফিসে ভাঙচুর করা হয়। তবে বিএনপি'র অফিসে ভাঙচুর করা হয়েছে বলে প্রচার করে একটি পক্ষ। বাস্তবে সেখানে বিএনপি’র কোন অফিস নেই। এবিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

SHARE

Author: verified_user